এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অমিত শাহ সহ যোগী আদিত্যনাথকে কুকথা বলে ফের বিতর্কের শিরোনামে অনুব্রত

অমিত শাহ সহ যোগী আদিত্যনাথকে কুকথা বলে ফের বিতর্কের শিরোনামে অনুব্রত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুদিনের বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা সফর শেষে গতকাল রাতে দিল্লি ফিরে গেছেন তিনি। বাংলা সফরে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে অভিযোগ ও আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বিরুদ্ধে গতকাল একাধিক কড়া বার্তা ও সমালোচনা করলেন তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব শীর্ষ। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় শাসক দল বিজেপি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একাধিক বিরূপ মন্তব্য করলেন। সাংবাদিকদের সামনে এদের বিষয়ে তীব্র কটুক্তি করে বিতর্কের শিরোনামে এলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

স্বরাষ্ট্রমন্ত্রীর ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানালেন যে, পশ্চিমবঙ্গে এসে যা মন চায় তাই করছে বিজেপি।তিনি বললেন যে, বিজেপি একটা ভন্ড মিথ্যাবাদীর দল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ঘুরতে এসেছেন, তাতে তাঁদের কোন আপত্তি নেই। তাঁকে স্বাগতও জানাবেন তিনি।কিন্তু অনুব্রত মণ্ডলের প্রশ্ন, এত মিথ্যা কথা কেন বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী? স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে অনেক ধর্মীয় স্থান আছে। কালি ঘাট, দক্ষিণেশ্বরের কালী মন্দির, বীরভূমের তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী মন্দির সহ বহু মন্দির পশ্চিমবঙ্গতে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসুন, মন্দির দেখুন, তাতে তাঁরা খুশি। কিন্তু তিনি কেন মিথ্যা কথা বলবেন? এই প্রশ্ন রেখেছেন অনুব্রত মণ্ডল।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করলেন যে, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে বারবার বলা হচ্ছে, কিন্তু উত্তরপ্রদেশে দলিতদের উপর চলছে ব্যাপক নির্যাতন, দলিত তরুণীকে ধর্ষণ করে, মেরে ফেলা হচ্ছে। এরপর তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। তাঁর বক্তব্য, “ওখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন ক্রিমিনাল। ওদের কোনো লজ্জা নেই। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার তার প্রাপ্য টাকা রাজ্যকে দেয় না। তার বক্তব্য, রাজ্য ভিক্ষা চাইছে না, কিন্তু রাজ্যের প্রাপ্যটা কেন্দ্র রাজ্যকে দিয়ে দিক। এরপর অনুব্রত মণ্ডল জানালেন যে, রাজ্যের ৫৫ হাজার কোটি টাকা পাওনা আছে। তিনি অভিযোগ করেছেন
যে, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিজেপি ক্ষমতায় এলে দেশের সমস্ত নাগরিকদের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে পাঠানো হবে। আবার প্রতি বছরই ২ কোটি করে চাকরি দেখা হবে। তাঁর অভিযোগ, কেন্দ্র তার কোন প্রতিশ্রুতি রাখেনি। এরপর রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে তিনি জানালেন যে, বিজেপি কখনোই মানুষের উপকার করে না। এভাবেই একাধিক অভিযোগ আনলেন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

এরপর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর প্রতি ভূয়সী প্রশংসা করে জানালেন যে, মানুষের একমাত্র উপকার যদি কেউ করতে পারেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোটবেলা থেকেই যিনি আছেন মানুষের পাশে, আগামীদিনেও তিনি মানুষের পাশে থাকবেন। তাঁর অভিযোগ, বিজেপি গুজরাট থেকে বাংলায় রাজনীতি করতে এসেছে। তিনি প্রশ্ন করেছেন, ” ওরা আমাদের দেখবে বলে মনে হয়? ” এরপর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে বেসরকারিকরণের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন অনুব্রত মণ্ডল। ইতিপূর্বে বহুবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ পত্রের শিরোনামে এসেছিলেন অনুব্রত মণ্ডল। আবারও কেন্দ্রীয় দল বিজেপি ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কটুক্তি করে সংবাদপত্রের শিরোনামে অনুব্রত মণ্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!