এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আগামী সোমবার তৃণমূলে যোগ দিতে চলেছেন অধীর-ঘনিষ্ঠ চার কংগ্রেস বিধায়ক?

আগামী সোমবার তৃণমূলে যোগ দিতে চলেছেন অধীর-ঘনিষ্ঠ চার কংগ্রেস বিধায়ক?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়নের জোয়ারে’ বিরোধীদের শামিল হওয়ার রেশ অব্যাহত। পঞ্চায়েতের ফল প্রকাশের দিনই নবান্নে দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পঞ্চায়েতে জয়ী অনেক বিজেপি ও নির্দল নেতাই তাঁর সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূলে যোগ দেবেন বলে, তিনি তাঁদের জানিয়েছেন পরে ভেবে দেখবেন। আর কলকাতার এক নামি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এবার আর কোনো ছোটোখাটো পঞ্চায়েতের নেতা নন, একেবারে প্রদেশ কংগ্রেস সভাপতির ঘনিষ্ঠ বলে পরিচিত চার-চারজন মুর্শিদাবাদের কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। এই চারজনের মধ্যে তিনজন বিধায়ক হলেন, ফারাক্কার বিধায়ক মইনূল হক, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, নওডার বিধায়ক আবু তাহের খান। আরেকজন বিধায়কের নাম প্রকাশিত নয় ওই ওয়েব পোর্টালে।

তার থেকেও বড় কথা, ওই ওয়েব পোর্টালের দাবি অনুযায়ী মাত্র ২ জন বিধায়ক বাদে মুর্শিদাবাদের বাকি সব কংগ্রেস বিধায়কই জুন মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। যে দুজন এখনো কংগ্রেস শিবিরে থাকতে চলেছেন বলে ওই ওয়েব পোর্টালের দাবি, তাঁরা হলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী ও রাণীনগরের বিধায়ক ফিরোজা বেগম। ওই ওয়েব পোর্টালের দাবি, যেসব বিধায়করা কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসছেন তাদের সবাইকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজ নিজ আসনে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হবে, এমনকি তৃণমূলে যোগ দিয়ে দলেও তাঁরা বড়সড় পদ পেতে চলেছেন। ওই ওয়েব পোর্টালের আরো দাবি, অধীর চৌধুরী এই দলবদলের ঘটনায় মমতা ব্যানার্জি ও দলবদল করতে যাওয়া কংগ্রেস বিধায়কদের তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, মমতা ব্যানার্জী যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন এই দল ভাঙানোর খেলা চলবে। কংগ্রেস বিধায়করাও পদ ও অন্যান্য প্রলোভনে তৃণমূলে নাম লেখাচ্ছেন। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!