চালক, প্রশাসন সবার সহযোগিতা ও সতর্কতা দরকার আছে : দিলীপ ঘোষ রাজ্য January 29, 2018 বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে দু দিন আগেই তাঁকে ছেড়ে দেওয়ার কথা হয়েছিল কিন্তু বিজেপির অন্যান্য নেতৃত্বের অনুরোধরে পুরোপুরো সুস্থ হয়ে বাড়ি ফিরছেন দিলীপবাবু। এদিন তিনি মুর্শিদাবাদের দৌলতাবাদে ব্রিজ ভেঙে নদীতে বাস পরে যাওয়া প্রসঙ্গে ও মুখ খুললেন। তিনি বলেন, “দুর্ঘটনা তো হয়েই যাচ্ছে। চালক, প্রশাসন সবার সহযোগিতা ও সতর্কতা দরকার আছে। ভয়ংকর ভাবে বাসটা নিচে পড়েছে। কিছু তো অসতর্কতা আছেই। একটু কড়াকড়ি দরকার আছে পুলিশ প্রশাসনের। বহু জীবনহানি হচ্ছে। এটা কমাতেই হবে।” আপনার মতামত জানান -