এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর খাসতালুকে ‘শক্তি প্রদর্শন’ আরেক হেভিওয়েট মন্ত্রীর অনুগামীদের!

তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর খাসতালুকে ‘শক্তি প্রদর্শন’ আরেক হেভিওয়েট মন্ত্রীর অনুগামীদের!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তীব্র হচ্ছে। জেলায় জেলায় দেখা দিচ্ছে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব। এবার হাওড়া জেলাতে শাসক দল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে এলো। এই জেলার দুই হেভিওয়েট মন্ত্রীর অনুগামীদের প্রতিদ্বন্দ্বিতার চিত্র সামনে এলো। গতকাল রবিবার মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে অজ্ঞাত রেখেই তাঁর বিধানসভা এলাকায় মিছিল করলেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। যে কারণে ক্ষুব্ধ হলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

প্রসঙ্গত, ইতিপূর্বে রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়ের অনুগামীদের সঙ্গে বেশ কয়েকবার বিরোধ বেঁধেছে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের। গতকাল সমবায় মন্ত্রী অরূপ রায়কে না জানিয়েই তাঁর বিধানসভা এলাকায় মিছিল করলেন ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। যে কারণে বিশেষভাবে ক্ষুব্ধ হলেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়।

গতকাল কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে মিছিল চললো। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে গত ২৬ সে নভেম্বর সমবায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে একটি মিছিল দেখা গিয়েছিল হাওড়াতে। শিবপুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল চলে। গতকাল রবিবার একই বিষয়ে, এই রাস্তাতেই আবারো একটি মিছিল দেখা গেল। যে মিছিল করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। মিছিলের ব্যানারে ছবি ছিল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই মিছিলকে কেন্দ্র করে রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায় অভিযোগ করেছেন যে, তাঁর বিধানসভা এলাকায় মিছিল হয়েছে। কিন্তু এই মিছিলের ব্যাপারে তাঁকে কোন কিছুই জানানো হয়নি। তিনি অভিযোগ করেছেন যে, দলের অনুমোদন ছাড়াই মিছিল করেছেন দলের বেশ কিছু সদস্য। তাই, এ বিষয়টি তিনি শীর্ষ নেতৃত্বের কাছে জানাবেন।

তবে গতকালের এই মিছিলে সম্পর্কে হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী জানালেন যে, সমস্ত কিছু নিয়ম মেনেই এই মিছিল করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে তাঁরা সমর্থন জানিয়ে এই মিছিলের আয়োজন করেছিলেন।

প্রসঙ্গত হাওড়া জেলার এই দুই মন্ত্রীর বিরোধ নতুন কিছু নয়। ইতিপূর্বে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে প্রকাশ্যে বিরোধ করেছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়কে নিয়ে। রাজিব বন্দ্যোপাধ্যায়ের এই প্রকাশ্য আক্রমণের পর, সমবায় মন্ত্রী অরূপ রায়কে কিছুটা ছেঁটে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে তিনি বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে অধিক গুরুত্ব দিয়েছিলেন। গতকালের এই মিছিলে দুই হেভিওয়েট মন্ত্রীর বিরোধিতা আবার প্রকাশ্যে চলে এলো।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!