এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে? জল্পনা বাড়ালেন খোদ অমিত শাহ

পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে? জল্পনা বাড়ালেন খোদ অমিত শাহ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিগত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 18 টি আসন পাওয়ার পর থেকেই রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়ে। বারবার এই ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেছে দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায়ের মত নেতাদের। তবে স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেননি যে, বাংলার রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করবেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশেষে সেই ঘটনাই ঘটল। এবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি অমূলক নয় বলে মন্তব্য করে বসলেন অমিত শাহ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আইন-শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে, তাতে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি অমূলক নয়।” তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? এদিন এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, “আমি কিন্তু তা বলিনি। কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা, তা নির্ধারণের একটি সাংবিধানিক পদ্ধতি রয়েছে। সেই রাজ্যের রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে তা হয়।”

একাংশ বলছেন, কিছুদিন আগেই বাংলার বিজেপি নেতারা বাংলার আইনশৃঙ্খলার অবনতি কথা তুলে ধরে কেন্দ্রের কাছে একটি রিপোর্ট পেশ করেছে। আর তার নিরিখেই বাংলার তৃণমূল সরকারের অস্বস্তি বৃদ্ধি করে “বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি দাবি অমূলক নয়” বলে মন্তব্য করে ঘাসফুল শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন অমিত শাহ বলে দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বাংলায় আইন-শৃংখলার ব্যাপক অবনতি হয়েছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বোমা বারুদের কারখানা তৈরি হয়েছে। দেশের কোনো রাজ্যে এই পরিস্থিতি নেই। আগে কেরলে এই পরিস্থিতি ছিল‌। তবে দক্ষিণের রাজ্যটিতে এখন পরিস্থিতি অনেক বদল হয়েছে। কিন্তু বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে।” একাংশ বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে যে অমিত শাহ একেবারেই খুশি নয়, তা তার এই বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেল।

কিন্তু সামনেই বাংলার বিধানসভা নির্বাচন রয়েছে। যে বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত টার্গেট। কিন্তু সেই নির্বাচনের আগে অমিত শাহের রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে এই রকম মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্য বহন করছে বলেই মনে করছেন একাংশ। যদি সত্যি সত্যিই বাংলা রাষ্ট্রপতি শাসন জারি দিকে এগোয়, তাহলে বিধানসভা নির্বাচনের পরিস্থিতি আরও বেশি করে ঘনীভূত হতে পারে বলেই দাবি বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, অমিত শাহের এই মন্তব্য সত্যিই বাস্তব হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!