এখন পড়ছেন
হোম > অন্যান্য > শিশু-কিশোরদের মধ্যে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের

শিশু-কিশোরদের মধ্যে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ, করোনার দ্বিতীয় ঢেউয়ে যুবক ও মাঝ বয়সীদের আক্রান্ত হবার সম্ভাবনা অধিক বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের এই আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয়েছে। কিন্তু এবার শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যা দেখে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, তবে করোনার তৃতীয় ঢেউ এসে পড়েছে?

রাজস্থানে শিশু-কিশোরদের মধ্যে করোনার সংক্রমণ তীব্র আকারে বৃদ্ধি পাচ্ছে। এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে রাজস্থানে শিশু-কিশোরদের মধ্যে করোনার সংক্রমণ ছিল অত্যন্ত নগণ্য। কিন্তু গত মাসে ও চলতি মাসে তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এই অল্প সময়ের মধ্যেই এই রাজ্যে প্রায় ৬০,০০০ শিশু-কিশোর করোনা আক্রান্ত হয়েছে। যা দেখে ঘুম উড়ে গেছে বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজস্থানের একাধিক জেলায় শিশু-কিশোরদের মধ্যে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। যার মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থা রয়েছে জয়পুরকে নিয়ে। জয়পুরে দু’মাসের মধ্যে ১৩০০০ শিশু-কিশোর করোনা আক্রান্ত হয়েছে। রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত মাসে ও এমাসে এখনো পর্যন্ত জয়পুরে ১০ বছর বয়সের নিচে ৩৫৭৯ জন শিশু করোনা আক্রান্ত হয়েছে। ১১ থেকে ২০ বছর বয়স্ক কিশোর ও যুবকদের মধ্যে ১০,০২২ জনের করোনা আক্রান্তর খবর এসেছে।

দেখা যাচ্ছে, গতমাসে জয়পুরে ১০ বছরের নিচে শিশুদের মধ্যে ১৭৭২ জনের শরীরে করোনা সংক্রমণ দেখা দেয়। ১১ থেকে ২০ বছর বয়স্কদের মধ্যে ৪৬৮১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আর চলতি মাসে এখনো পর্যন্ত ১০ বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে ১৯১৭ জন করোনা আক্রান্ত হয়েছে। ১১ থেকে ২০ বছর বয়স্কদের মধ্যে ৫৩৪১ জন করোনা আক্রান্ত হয়েছে।

শিশু-কিশোরদের মধ্যে করোনার এই তীব্র সংক্রমণ দেখে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যদিও ইতিপূর্বে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে, এখনই করোনার তৃতীয় আসার তেমন সম্ভাবনা নেই। আগামী সেপ্টেম্বর মাসে করোনার তৃতীয় আসার সম্ভাবনা রয়েছে। করোনার তৃতীয় ঢেউ শিশু-কিশোরদের ব্যাপক ভাবে আঘাত করবে। আর তাদের সেবা করতে গিয়ে তাদের অভিভাবকেরাও করোনা আক্রান্ত হবেন। কিন্তু সম্প্রতি রাজস্থানে যেভাবে শিশু-কিশোরদের মধ্যে সংক্রমণ বাড়তে শুরু করেছে, তা দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি করোনার তৃতীয় ঢেউ এসে পড়েছে দেশে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!