এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুল না থেকেও কি থেকে গেছেন তৃণমূলে প্রশ্ন রাজনৈতিকমহলে

মুকুল না থেকেও কি থেকে গেছেন তৃণমূলে প্রশ্ন রাজনৈতিকমহলে


মুকুল না থেকেও কি থেকে গেছেন তৃণমূলে এ প্রশ্নই উঠছে রাজনৈতিকমহলে। সামনের পঞ্চায়েত ভোটের জন্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বড়সড় দায়িত্ব দিয়েছে মুকুল রায়কে।মুকুলবাবুর ও আশা যে পঞ্চায়েতে ভালো ফল করবে বিজেপি। যদিও দলের নেতাদের মন্তব্ব্যে বার বার ফুটে উঠছে যে তারা মোটেই চিন্তিত নন মুকুল রায় বা বিজেপিকে নিয়ে। কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে তৃণমূলের সভা,বা মিটিঙে উপস্থিত হয়ে বার বার তৃণমূলের নেতা নেত্রীরা বিজেপি আর মুকুল রায়কে টেনে আনছেন।সে দলের হেভিওয়েট নেতারাই হন কিংবা কোনো দলের ছোটোখাটো নেতা। অনুব্রত থেকে শুরু করে,জ্যোতিপ্রিয় মল্লিক বা পার্থ চ্যাটার্জী সবাই দুষছেন মুকুলবাবকে। দলের ভাষণেও শোনা যাচ্ছে ‘‘এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে পদ্ম কেন, পদ্মের একটি পাপড়িও ফুটবে না৷’’ কিংবা ‘‘ও (বিজেপি) দলে গিয়েছেন আমাদের থেকে নিয়ে কিছু দেবেন বলে। উনি শূন্য দেবেন আর কিছুই নয়। নিজেদের দলে যখন কেউ থাকে না তখন বাইরের লোকের উপরই ভরসা করতে হয়, বিজেপি ও তাই করেছে৷’’এই সব মন্তব্য আদতে তাঁকে ও বিজেপিকে আরো বেশি প্রচার দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!