এখন পড়ছেন
হোম > রাজ্য > নিয়োগ দুর্নীতির মাঝেই বালি খাদান অস্বস্তি! আদালতের চাপের মুখে জেরবার রাজ্য!

নিয়োগ দুর্নীতির মাঝেই বালি খাদান অস্বস্তি! আদালতের চাপের মুখে জেরবার রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-চুরি, দুর্নীতি ছাড়া এই সরকারের কাজ বলে আর কিছু নেই। বারবার এই অভিযোগ করে বিরোধীরা। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে বহু মানুষের চাকরি চলে গিয়েছে। আর সেই অস্বস্তি গ্রাস করছে সরকারের মধ্যেও। আর তার মাঝেই অবৈধ বালি খাদান নিয়ে রাজ্যকে বড় পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যাকে কেন্দ্র করে আরও চাপে পড়ে গেল রাজ্য সরকার।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই দামোদর থেকে অবৈধ বালি খনন নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়। আর তার পরিপ্রেক্ষিতেই আজ রাজ্যকে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট‌। যেখানে আদালতের প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অবিলম্বে এই অবৈধ বালি খাদান বন্ধ করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র এফআইআর করে বসে থাকলে হবে না। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। স্বভাবতই এমনিতেই রাজ্যের মধ্যে বিভিন্ন ঘটনায় অস্বস্তি তৈরি হয়েছে। আর তার মধ্যে আজ অবৈধ বালি উত্তোলন নিয়ে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ রাজ্যকে আরও বেকায়দায় ফেলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!