এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গুদাম ঘরে থাকা নেতাদের দলে নিচ্ছে তৃণমূল, মন্তব্য দিলীপের

গুদাম ঘরে থাকা নেতাদের দলে নিচ্ছে তৃণমূল, মন্তব্য দিলীপের

তৃণমূলের বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুরের সভা থেকে ফের তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতা কর্মীদের একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এদিন। বলেন, ‘তৃণমূলে যোগ দেওয়া নেতারা নিজের এলাকায় ২০০ জন নিয়েও মিছিল করার ক্ষমতা নেই।’
সভার শুরু থেকেই মেজাজে ছিলেন দিলীপ ঘোষ। বলেন, ‘বিজেপি-র জনপ্রিয়তা বাড়ায় ভয় পেয়েছে তৃণমূল। তাই বাতিল হয়ে যাওয়া দ্রব্য সামগ্রীর মতন গুদাম ঘর থেকে নেতাদের দলে নিচ্ছে।’

তাঁর মতে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিজেপি দল মাথায় বাড়তি বোঝা চাপায় না। যারা দলের দায়িত্বভার গ্রহণ করতে সক্ষম তাঁদের কাঁধেই দায়িত্ব অর্পণ করা হয়। দিলীপবাবুর কথায়, “আমরা যাদের দলে নিচ্ছি, তাদের সঙ্গে লোক আছে। এই যেমন নীলাঞ্জনদা চার-পাঁচ হাজার সমর্থক নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এর পর এক প্রকার দাবি করেন,’যে চার বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছেন ক্ষমতা থাকলে তাঁরা নিজের নিজের এলাকায় ২০০ জনকে নিয়ে একটা মিছিল করে দেখান। তাহলে তাদের নেতা হিসেবে ক্ষমতা সম্পর্কে ধারণা করা যাবে।’ মাত্র কয়েক দিনের মধ্যে কোন কোন নেতা বিজেপি দলে যোগ দিয়েছেন সেই বিষয়ে সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, ‘মালদহের সমাজবাদী পার্টির প্রাক্তন জেলা সভাপতি মিলন দাস পাঁচ হাজার অনুগামী নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। একইরকম ভাবে মুর্শিদাবাদের রেজিনগরে কংগ্রেস নেতা হুমায়ুন কবীর ১৬ হাজার মুসলিম সদস্যকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন । গাজোলের সভায় সিপিএমের প্রাক্তন প্রধান কৃষ্ণা মুদিও বিজেপিতে যোগ দেন।’ এদিনের সভায় বিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়, আরএসপির ১০ হাজার সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন।
দিলীপ ঘোষের কথায়, ‘এ রাজ্যে মুসলনামদের শুধু ভোটার করে রাখা হচ্ছে। সেই কারণে তাদের জন্য আলাদা করে হাসপাতাল, স্কুল, কলেজ গড়ে তোলা হচ্ছে। বিজেপি দলের মতে হিন্দু এবং মুসলমান সরকারী সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমানাধিকারী।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!