এখন পড়ছেন
হোম > খেলা > আইপিএল নিয়ে প্রকাশ্যে এল কয়েকশো কোটি টাকার দুর্নীতি, মোটা অঙ্কের জরিমানা

আইপিএল নিয়ে প্রকাশ্যে এল কয়েকশো কোটি টাকার দুর্নীতি, মোটা অঙ্কের জরিমানা

এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ক্রিকেট টূর্নামেন্ট আইপিএলকে ঘিরে প্রকাশ্যে এল কয়েকশো কোটি টাকার দুর্নীতি। এক সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, ২০০৯ সালে যখন দেশের সাধারণ নির্বাচনের দোহাই দিয়ে টূর্নামেন্ট করা হয় দক্ষিণ আফ্রিকায়। আর এরজন্যে মোট ২৪৩ কোটি টাকা খরচ দেখানো হয়েছিল। কিন্তু এর মধ্যে বেশিরভাগ টাকাটাই আত্মসাৎ করে নিয়েছিলেন তিন প্রধান কর্তা এন শ্রীনিবাসন, ললিত মোদী ও এমভি পানদোভে বলে দাবি তদন্তকারী সংস্থা ইডির, যা বৈদেশিক মুদ্রা বিনিময় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

আর তাই এবার তারজন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ওই তিন কর্তাকে। ইংরেজি সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ওই বিশাল পরিমান আর্থিক তছরুপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ৮২.৬৬ কোটি টাকা জরিমানা হয়েছে। তার সঙ্গেই, প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের ১১.৫৩ কোটি টাকা, ক্তন আইপিএল কর্তা ললিত মোদীর ১০.৬৫ কোটি টাকা এবং বিসিসিআই-এর প্রাক্তন কোষাধ্যক্ষ এমভি পানদোভের ৯.৭২ কোটি টাকা জরিমানা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!