এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি সাংসদের বহিরাগত তত্ত্বের জবাব দিলেন অভিষেক!

বিজেপি সাংসদের বহিরাগত তত্ত্বের জবাব দিলেন অভিষেক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে “বহিরাগত” ইস্যু নিয়ে কার্যত টালমাটাল বঙ্গ রাজনীতি। কেন্দ্রের পক্ষ থেকে নানা বিজেপি নেতারা বাংলায় আসলে তাদেরকে “বহিরাগত” বলে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। এমনকি প্রতিটি সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত বিজেপি নেতাদের নাম করে তাদের “বহিরাগত” বলে আক্রমণ করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সভা করতে আসলে তাকে পাল্টা বহিরাগত বলে আক্রমণ করেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

স্বাভাবিক ভাবেই দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদের এই বক্তব্যের জবাব দেবেন বলেই দাবি করে একাংশ। অবশেষে গঙ্গারামপুর স্টেডিয়াম থেকে সেই সুকান্ত মজুমদার কটাক্ষ করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বাঙালি, ব্রাহ্মণ সন্তান। আমাকে বলছে বহিরাগত! আর যারা বাংলা বলতে, লিখতে, পড়তে পারো না, তারা কি! আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। দিল্লির নেতারা পরিচালনা করবেন দিনাজপুরকে, গঙ্গারামপুরকে! মনে রাখবেন, বাংলা গুজরাট নয়। বাংলায় গুজরাটের তল্পিবাহকতা চলবে না। বাংলার মানুষ রক্ত দেবে, তবু মাথা নোয়াবে না।”

স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, সুকান্ত মজুমদার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ দিনাজপুরের মাটিতে বহিরাগত বলে আক্রমণ করলেন, তখন নিজেকে বাংলার সন্তান বলে পাল্টা বিজেপিকে আক্রমণ করতে শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে সর্বভারতীয় বিজেপি নেতাদের নাম নিয়ে তাদেরকে “বহিরাগত” বলে বাংলার ভাবাবেগকে আরও উসকে দিতে চাইলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর তার আগে বিজেপি নিজেদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে এসে বাংলায় পদ্মফুল ফোটানোর চেষ্টা করতে শুরু করেছেন। আর কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে অমিত শাহ, সকলেই বাংলায় মাঝেমধ্যে আসতে শুরু করায় এখন তৃণমূলের পক্ষ থেকে তোলা হচ্ছে প্রশ্ন। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ভোটের আগে কেন বাংলার প্রতি এত দরদ! যারা বাংলা পড়তে এবং লিখতে জানে না, তারা বাংলায় শাসন করবে!

আর তৃণমূলের পক্ষ থেকে এই প্রশ্ন তোলার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের সভা নিয়ে প্রশ্ন তুলে দেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা “বহিরাগত” বলে আক্রমণ করেন তিনি। অবশেষে এবার সেই আক্রমণের জবাব দিয়ে কার্যত শোরগোল তুলে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। এক্ষেত্রে সর্বভারতীয় বিজেপি নেতাদের নাম নিয়ে পাল্টা গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তিনি। আর বিধানসভা নির্বাচনের আগে এবার সেই বহিরাগত ইস্যু নিয়ে নতুন বছরেও সরগরম রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!