এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর, চড়ছে পারদ!

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর, চড়ছে পারদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন সময় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে চালাচ্ছে রাজ্য সরকার। শুধু তাই নয় কেন্দ্রের অনেক প্রকল্প রাজ্যে লাগু করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলেও অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি। তবে সাম্প্রতিক কালে কৃষকদের জন্য “কিষান সম্মান নিধি” প্রকল্প নিয়ে নানা বিরোধীতার পর সেই প্রকল্প রাজ্যে চালু করার ব্যাপারে সবুজসংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করার ব্যাপারে মুখ্যমন্ত্রী সবুজ সঙ্কেত দেওয়ার সাথে সাথেই তাকে কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।

যেখানে “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলে” বাংলার প্রবাদ-প্রবচণের মধ্যে দিয়ে নিজের প্রাক্তন নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল তাকে। স্বভাবতই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে বাংলা রাজনীতিতে শাসক-বিরোধী তরজা ক্রমশ বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পর থেকেই নানা বিষয়ে নিজের প্রাক্তন দলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। একের পর এক সভা থেকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে। আর এবার কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “এতদিনে পিএম কিষান নিধি নিয়েছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন্দ্রের সব প্রকল্পের নাম বদলে দিয়েছে। সবাই বঞ্চিত, কাউকে আওয়াজ তুলতে হবে। আমি আওয়াজ তুলেছি।” স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে শাসকদল যে অত্যন্ত চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। কেননা এতদিন বিভিন্ন সময় বিজেপির পক্ষ থেকে একই অভিযোগ তোলা হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কিষান সম্মান নিধি প্রকল্প রাজ্যে চালু করার ব্যাপারে সবুজসংকেত দিয়েছেন। আর তারপরই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়ে অবশেষে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করার ব্যাপারে সায় দিলেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই প্রশ্ন যখন মাথাচাড়া দিয়েছে ঠিক তখনই প্রকাশ্য জনসভা থেকে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী এই রকম মন্তব্য করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। অর্থাৎ একদিকে তিনি যেমন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে এতদিন লাগু করার ক্ষেত্রে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, ঠিক তেমনই এখন চাপে পড়ে সেই কেন্দ্রীয় প্রকল্প লাগু করতে হচ্ছে বলেও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি।

সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখেই যে ভোট চাইবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অনুন্নয়নের ইস্যুকে সামনে রেখে মানুষের দরজায় যাওয়ার পাশাপাশি বিজেপিও যে কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের জন্য চালু করা হয়েছে, তার কথাও জনসাধারণের সামনে তুলে ধরতে হবে।

সেক্ষেত্রে এই সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের সিংহভাগ যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা হয়েছে, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আর শেষে ঠেলায় পড়ে এখন কেন্দ্রীয় প্রকল্প লাগু করতে হল বলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েদাবি করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!