এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে সমর্থনের কথা হেভিওয়েট কংগ্রেস সাংসদের, তীব্র শোরগোল রাজনীতি মহলে

তৃণমূলকে সমর্থনের কথা হেভিওয়েট কংগ্রেস সাংসদের, তীব্র শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে বড়সড় ধাক্কা দিতে জোটবদ্ধ হয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে এই জোটে শামিল হয়েছে আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবার জোটে আব্বাস সিদ্দিকীর যোগদানকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী। কংগ্রেস সাংসদ তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি আবু হাশেম খান চৌধুরী জানালেন যে, কংগ্রেস কখনোই আব্বাস সিদ্দিকীর হাত ধরেনি।

নির্বাচনে খারাপ ফলের আশঙ্কা থেকে আব্বাসের হাত ধরেছে বাম নেতৃত্ব। যা তাঁদের পছন্দ নয়। এর পরই কংগ্রেস সাংসদ ডালু বাবু জানিয়েছেন যে, ভোটের পর পরিস্থিতি যদি তেমন হয়, তবে কংগ্রেস সমর্থন জানাবে তৃণমূলকে। কংগ্রেস সাংসদ ডালু বাবুর এই দাবিতে তীব্র শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলে। তাঁর এই বক্তব্যের জবাবে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র জানালেন যে, জোট হয়েছে রাজ্যস্তরে। যে জোটে রয়েছে বাম, কংগ্রেস ও আব্বাসের দল। সাংসদ কি বলতে চান? তা স্পষ্ট নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেস সংসদের এই বক্তব্যের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি অন্য কোন কংগ্রেস নেতাকে। এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হলো যে, আগামী বিধানসভা নির্বাচনে ২০০ এরও বেশি আসন লাভ করে তৃতীয় বারের জন্য সরকার গঠন করবে তৃণমূল। ভোটের পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া হবে? তা তৃণমূলের রাজ্য নেতৃত্বই স্থির করবে।

বিজেপির পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয়েছে যে, বাম-কংগ্রেস-আব্বাস সিদ্দিকীর এই জোট-ঘোটকে কখনোই মেনে নেবে না রাজ্যের মানুষ। বিজেপিকে রুখতে যে সমস্ত দল এক হবে, তা আগে থেকেই জানতেন বিজেপি নেতারা।
প্রসঙ্গত, ইতিপূর্বে প্রধানমন্ত্রী হলদিয়ার জনসভা থেকে দাবি করেছিলেন যে, বিজেপিকে রুখতে সমস্ত দল এক হতে চলেছে। বাম, কংগ্রেস, তৃণমূল দলের মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে। এবার কংগ্রেস নেতার এই বক্তব্য প্রধানমন্ত্রীর এই অভিযোগকে কিছুটা সত্য করে দিল, বলে মনে করছেন একাধিক পর্যবেক্ষক।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!