এখন পড়ছেন
হোম > অন্যান্য > তৃণমূলের উন্নয়নের দাবিকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন হেভিওয়েট অভিনেত্রী, অস্বস্তিতে শাসক দল

তৃণমূলের উন্নয়নের দাবিকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন হেভিওয়েট অভিনেত্রী, অস্বস্তিতে শাসক দল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে কটি ইস্যুকে হাতিয়ার করে লড়াই করতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। তার মধ্যে একটি হলো উন্নয়ন। তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যের প্রভূত উন্নয়ন হয়েছে। ইতিপূর্বে, তৃণমূল নেত্রী দোলা সেন জানিয়েছিলেন যে, উন্নয়নের জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, তবে প্রতি বছর এই পুরস্কার পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের উন্নয়নের দাবিকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, একটা সময়ে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেশকিছু কর্মসূচিতে অভিনেত্রীকে যোগদান করতেও দেখা গিয়েছিল। তবে পরবর্তীকালে তিনি যোগদান করেছেন বিজেপিতে। বিজেপিতে যোগদান করার পর তিনি জানিয়েছেন যে, রাজ্যের অবস্থার দ্রুত পরিবর্তন আনতে চায় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে উদ্বুদ্ধ হয়েই বিজেপিতে যোগদান করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একটি টুইট করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে টুইটে অভিনেত্রী লিখেছেন যে, যেসব মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের কাছে ট্যাব কেনা কি বিলাসিতা নয়? আমফান ঝড়ে চাল উড়ে গেছে। কেন্দ্র থেকে ক্ষতিপূরণের টাকা দেয়া হলেও, সে টাকা ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়নি। তাই মানুষ বাধ্য হয়েই ট্যাবের টাকাতে বাড়ির ছাদ মেরামত করছে। তিনি প্রশ্ন করেছেন, এটাই কি মুখ্যমন্ত্রী(পিসি)র উন্নয়ন?

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইনে পড়াশোনা চালাতে তাদের ট্যাব বিতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে জানানো হয়েছিল, বাজারে ট্যাবের অমিল থাকার কারণে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা পাঠিয়ে দেয়া হবে ছাত্র-ছাত্রীদের একাউন্টে। বিরোধীদের দাবি,নির্বাচনের বৈতরণী পার হতেই ছাত্র-ছাত্রীদের ট্যাব দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!