এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কবে থেকে শুরু হচ্ছে ছোটদের টিকাকরণ? কিভাবে ছোটরা নেবে করোনার ভ্যাকসিন? জানালেন কলকাতার মেয়র

কবে থেকে শুরু হচ্ছে ছোটদের টিকাকরণ? কিভাবে ছোটরা নেবে করোনার ভ্যাকসিন? জানালেন কলকাতার মেয়র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বড়দের দু’দফার ভ্যাকসিন পর্ব মিটে গিয়েছে আগেই। কিন্তু করোনার আধিক্য যখন বাড়ছে, তখনও ছোটদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি রাজ্যে। সম্প্রতি কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এবার প্রত্যেকটি রাজ্যে বাচ্চাদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে চলেছে আগামী মাসের তিন তারিখ থেকে। আর এই ঘোষণার পরেই সমস্ত রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক হয়েছে। এ রাজ্যেও 15 থেকে 18 বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে। আপাতত কিভাবে ভ্যাকসিনেশনের কাজ শুরু হবে তা নিয়ে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কেন্দ্রের কথাবার্তা চলছে।

অন্যদিকে কলকাতা পুরসভার তরফ থেকেও ছোটদের ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। জানা গিয়েছে, স্কুলে স্কুলে কলকাতায় ভ্যাকসিন দেওয়ার কাজ হবে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার নবনিযুক্ত মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় 15 থেকে 18 বছর বয়সী ছেলেমেয়েদের ভ্যাকসিন দেওয়া হবে। 3 তারিখ থেকে সোমবার কলকাতা পুরসভার 16 টা বোরোতে থাকা 16 টি স্কুল, চার তারিখে 16 টি বোরোর 50 টি স্কুল থেকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ হবে। কলকাতার মেয়রের তরফ থেকে বলা হয়েছে, যদি কোন স্কুল চায় তাঁদের স্কুলের থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ হোক তাহলে তাঁদের পুরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি বেসরকারি কোনো স্কুল যদি মনে করে, তাঁদের কোন ডাক্তার রাখবেন ভ্যাকসিনেশনের সময়, তাঁরা তাও রাখতে পারেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে ভ্যাকসিন নিতে গেলে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড সাথে রাখতে হবে। কারো যদি আধার কার্ড না থাকে তাহলে স্কুলের পরিচয় পত্রটি দেখালে ভ্যাকসিন নেওয়া যাবে বলে জানানো হয়েছে পুরসভার তরফ থেকে। স্কুল ছাড়াও শহরে পুরসভার অন্তর্গত যে সমস্ত ভ্যাকসিন কেন্দ্র রয়েছে সেখান থেকেও ছোটরা ভ্যাকসিন নিতে পারবে বলে জানা গিয়েছে। আপাতত ছোটদের কোভ্যাক্সিন দেওয়া হবে। এই মুহূর্তে ছোটদের দেওয়ার জন্য রাজ্যের কাছে ভ্যাকসিন যথেষ্ট রয়েছে বলে জানা যাচ্ছে।

পাশাপাশি আগামী 10 তারিখ থেকে বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া নিয়ে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এই নিয়ে কোনো নির্দেশ আসেনি। পাশাপাশি কলকাতার মেয়র জানিয়েছেন, কলকাতায় আবার কনটেইনমেন্ট জোন তৈরীর ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। আর সেই মতো দ্রুত সমীক্ষার কাজ শুরু হবে। আপাতত কলকাতা পুরসভার তরফ থেকে সব রকম সচেতনতা বৃদ্ধির কাজ এবং ভ্যাকসিন দেওয়ার কাজ রমরমিয়ে শুরু হতে চলেছে আগামী তেশরা জানুয়ারি থেকে। সব মিলিয়ে বলা যায়, নতুন করে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আতঙ্ক বেড়েছে সবারই। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার আরও কি কি সিদ্ধান্ত গ্রহণ করে, এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!