এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অভিষেককে ‘মুর্গী’ বানাচ্ছে উকিল, মুকুল সেয়ানা ছেলে, বিস্ফোরক অরুনাভ ঘোষ

অভিষেককে ‘মুর্গী’ বানাচ্ছে উকিল, মুকুল সেয়ানা ছেলে, বিস্ফোরক অরুনাভ ঘোষ

প্রখ্যাত আইনজীবী ও কংগ্রেস নেতা অরুনাভ ঘোষ গতকাল এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের মূল বিষয় ছিল বর্তমানে ঘটে যাওয়া বিশ্ববাংলা বিতর্ক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের প্রতি তাঁর বক্তব্য, সেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন অরুনাভ বাবু। এই সাক্ষাৎকারের ব্যবহৃত কথার দায় কোনোমতেই প্রিয়বন্ধু বাংলার নয়, সম্পূর্ণভাবে ওই সাক্ষাৎকারে অংশ নেওয়া ব্যক্তিদের।
১. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের ফার্মের নাম কোনোদিন হাইকোর্ট পাড়ায় শুনিনি
২. অভিষেককে ‘মুর্গী’ বানাচ্ছে, উকিলদের রোজগার হচ্ছে
৩. কে বুদ্ধি দিচ্ছে জানি না, তবে অভিষেক ছেলেমানুষি করছে
৪. রাজনীতিবিদদের কোনো প্রাইভেসি থাকতে পারে না, যে তাঁর সম্পর্কে কোনো কথা বলা যাবে না
৫. বিশ্ববাংলা বিতর্ক নিয়ে আলিপুরদুয়ার আদালতে মামলা করা সন্দেহজনক, কলকাতার ব্যাপার কলকাতায় কেন মেটানো হল না
৬. ওটা অজপাড়াগাঁয়ের লোয়ার কোর্ট, বিচারক আইনটাই জানে না
৭. খুব দায়িত্ত্ব নিয়ে বলছি কথাটা, ওই বিচারকের বিরুদ্ধে কমপ্লেন করব
৮. মানহানির মামলায় এইভাবে মুখ বন্ধ রাখতে বলা যায় না, সিভিল কোর্টে ১০ বছর ধরে মামলা চলে
৯. মানহানির মামলায় জেল হবে, জরিমানা হবে, মুখ বন্ধ রাখার নির্দেশ দিতে পারে না বিচারক
১০. অন্যপক্ষের বক্তব্য না শুনেই কি করে অন্তর্বর্তীকালীন রায় দেওয়া হল
১১. অভিষেককে বলব, এই ধরনের উকিলের পাল্লায় যেন না পরে, টুপি পড়াচ্ছে কনস্ট্যান্ট
১২. অভিষেক বোকামির স্টেপ নিচ্ছে
১৩. ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর থেকে অনেক বড় অভিযোগ আনা হয়েছে
১৪. অভিষেক অপরিণত রাজনীতিবিদ, তাই সামান্য কথাতেই আদালতে যাচ্ছে
১৫. মুকুল সেয়ানা ছেলে, এইভাবে মুকুলকে আটকানো মুশকিল
১৬. মুকুল খারাপ কিছু বলে নি, শুধু অভিযোগ করেছিল
১৭. আসলে পিসিমা মুখ্যমন্ত্রী হলে অনেক কিছুই করা যায়
১৮. অভিষেক এইসব করছে বলে মুকুল পিকচারে থাকছে
১৯. অত্রি ভট্টাচার্য অর্বাচীন অফিসার
২০. চামচাগিরি করতে করতে হয় শিরদাঁড়া ভেঙ্গে গেছে অথবা ভীত

এই প্রবন্ধ প্রকাশিত হল সম্পূর্ণভাবে অরুনাভ বাবুর সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে, এর কোনো মতামতই প্রিয়বন্ধু বাংলার নিজস্ব নয়। এই প্রবন্ধ কোনো মতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!