সবং উপনির্বাচনের দিনক্ষণ ঘোষনা করল নির্বাচন কমিশন জাতীয় বিশেষ খবর রাজ্য November 24, 2017 পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভার উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর তৃনামলের রাজ্যসভার প্রার্থী হওয়ায় ইস্তফা দেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। ফলে সেখানে উপনির্বাচন হতে চলেছে। কিন্তু রাজ্যে আরো যেদুটি উপনির্বাচন (উলুবেড়িয়া লোকসভা ও নোয়াপাড়া বিধানসভা) হওয়ার কথা সে সম্পর্কে নির্বাচন কমিশন এখনো কিছু জানায়নি। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে ১. ২৭ নভেম্বর জারি হবে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি ২. ৪ ডিসেম্বর মনোনয়ন পেশের শেষ দিন ৩. ৫ ডিসেম্বর মনোনয়ন পরীক্ষা করে দখা হবে ৪. ৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৫. ২১ ডিসেম্বর ভোটগ্রহণ ৬. ২৪ ডিসেম্বর গণনা ও ফলপ্রকাশ আপনার মতামত জানান -