ভেঙ্গে গেল লকগেট, বড়সড় বিপত্তির আশঙ্কায় কাঁপছে দুর্গাপুর ও সংলগ্ন এলাকা বিশেষ খবর রাজ্য November 24, 2017 বড়সড় বিপদের আশঙ্কায় কাঁপছে দুর্গাপুর এবং সংলগ্ন এলাকা। সূত্রের খবর মারফত জানা যাচ্ছে, আজ ভোর ৫টা নাগাদ জলের চাপে বেঁকে যায় দুর্গাপুর ব্যারাজের এক নম্বর গেট চ্যানেল, ফলে বেঁকে যাওয়া লকগেট দিয়ে তোড়ে জল বেরিয়ে আসতে থাকে। আশঙ্কা জলের চাপে লকগেটের আরও ক্ষতি হতে পারে। লকগেটগুলির রক্ষণাবেক্ষণ ঠিকঠাক না হওয়ায় লকগেটের বিভিন্ন যন্ত্রাংশে মরচে ধরে গিয়েছিল। ফলে এই বিপত্তি বলে জানা যাচ্ছে। লকগেট ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যাপারে রাজ্যের তরফে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই মুহূর্তে মাইথন থেকে কোনও জল ছাড়া হচ্ছে না। আপনার মতামত জানান -