এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুর্শিদাবাদ জেলায় বাড়ছে তৃণমূল, ২ জেলা সভাপতির দাবি ক্রমশ জোরালো হচ্ছে

মুর্শিদাবাদ জেলায় বাড়ছে তৃণমূল, ২ জেলা সভাপতির দাবি ক্রমশ জোরালো হচ্ছে

২০১৬ বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম বড় জেলা মুর্শিদাবাদে (মোট ২২ টি বিধানসভা আসন) ৪ টে আসন ছিনিয়ে নেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস – সামশেরগঞ্জ থেকে আমিরুল ইসলাম, জঙ্গিপুর থেকে জাকির হোসেন, সাগরদিঘি থেকে সুব্রত সাহা ও হরিহরপাড়া থেকে নিয়ামত শেখ। কিন্তু তারপর থেকেই এই জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে সাংগঠনিক শক্তি বাড়াবার দিকে নজর দেয় শাসকদল। আর ইতিমধ্যেই আরো চার জন কংগ্রেস বিধায়ক নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেসে – রেজিনগরের রবিউল আলম চৌধুরী, কান্দির অপূর্ব সরকার, মুর্শিদাবাদের শাওনী সিংহ রায় ও খাড়গ্রামের আশিস মার্জিত। শুভেন্দুবাবুর কথা অনুযায়ী আগামী দিনে আরো অন্তত ৪ জন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন। তবে জেলায় কান পাতলে শোনা যাচ্ছে সংখ্যাটা আরো বাড়তে পারে। আর শুধু তো বিধায়করাই নন, দলবদলে তাঁদের অনুগামীরাও আসছেন শাসকদলে।

এহেন পরিস্থিতিতে, সাংগঠনিক কাজকর্ম পরিচালনার সুবিধার্থে দুটি জেলা কমিটি করার দাবি নিয়ে তৃণমূলের অন্দরেই চর্চা শুরু হয়েছে – দাবি উঠেছে দুই জেলা সভাপতি করার জন্যও। কেননা তৃণমূল সূত্রের খবর দল আগামীদিনে আরো বাড়বে – তাই এত বড় জেলায় একজন জেলা সভাপতির কাজ চালানো খুবই কঠিন হতে চলেছে। কিন্তু, নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক জেলা নেতার কথায় – একদিকে যত নতুন কংগ্রেস নেতারা ও তাঁদের অনুগামীরা আসছেন, তত কিন্তু প্রবল হচ্ছে আদি বনাম নব্য তৃণমূলী লড়াই। জেলা কমিটির কয়েকজন শীর্ষ নেতা সকলকে নিয়ে দল পরিচালনা করতে পারছেন না, অনেকে তো নিয়মিত পার্টি অফিসে না এসে একটি হোটেলে বসে উপদল সৃষ্টির চেষ্টা করছেন বলে দলীয় স্তরেই প্রবল গুঞ্জন। আর তাই সবদিক সামাল দিতে দুই জেলা কমিটি গড়ে তার সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে। এক জেলা সভাপতি আদি তৃণমূলীদের নিয়ে যেমন আগে চলছিলেন তেমনই চলবেন, অন্যদিকে নব্য তৃণমূলীদের একজন নেতা করে তাঁদেরকেও দলে সম্মানজনক অবস্থান দেওয়া যাবে। তাই, জঙ্গিপুর মহকুমা নিয়ে একটি এবং বহরমপুর-কান্দি-মুর্শিদাবাদ-ডোমকল মহকুমা নিয়ে আর একটি জেলা কমিটি গড়া প্রয়োজন। যদিও জেলা তৃণমূল নেতৃত্ত্ব এই দাবি উড়িয়ে জানিয়ে দিয়েছেন – দলে কোনও কোন্দলও নেই, দলে এমন কোনও আলোচনা হয়নি। এসব গুজব ছাড়া কিছুই নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!