এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > গোষ্ঠীদ্বন্দ্ব না বিজেপি – পঞ্চায়েতে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ কে? জল্পনা চরমে

গোষ্ঠীদ্বন্দ্ব না বিজেপি – পঞ্চায়েতে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ কে? জল্পনা চরমে

নদিয়ার শান্তিপুর, চাপড়া ও রানাঘাটের পর এবার ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কানলাতে মৃত ২। এদিন কানলাতে সুলতানপুর পঞ্চায়েত প্রধান সুকুর শেখ ও তৃণমূল কর্মী বাপন শেখ গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে খবর। বাপনের বাবা মেহের আলী শেখ কানলা ১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সাদেক শেখ, জেলা পরিষদ সদস্য শান্তি চাল সহ মোট ২৭ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে কানলা থানায় অভিযোগ জানান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সুকুর ও বাপনের পরিবার দাবি গোষ্ঠী দ্বন্দ্ব রুখতে আরো করা পদক্ষেপ রাজ্য নেতৃত্বের নেওয়া উচিত। পঞ্চায়েত ভোটের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব বেশ ভালোই রাজ্যের শীর্ষ নেতৃত্বের কপালে ভাঁজ ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এ বিষয় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”বেশির ভাগ জায়গাতেই বিভিন্ন স্থানীয় বিবাদের ঘটনা ঘটছে। তাতে রাজনীতির রং লেগে যাচ্ছে। দলের তরফে স্পষ্ট নির্দেশ আছে, পঞ্চায়েতের টিকিট, পদ পাওয়া বা কোনও বিষয়েই গোষ্ঠী-দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। দলের নির্দেশ সকলকে মান্য করতে হবে।” বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর কথায়, ”বিরোধীরা এর আগে আক্রান্ত হয়েইছে। এখন তৃণমূলের হাত থেকে তৃণমূলেরও রেহাই নেই। যে লঙ্কাকাণ্ড বাংলায় শুরু হয়েছে, এই আগুন থেকে কেউ বাঁচবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!