লক্ষ্য ২০১৯! কেন্দ্রে-রাজ্যে কর্মসংস্থানে কল্পতরু হতে চলেছেন মোদী-মমতা দুজনেই জাতীয় রাজ্য March 26, 2018 লোকসভা ভোটের আগে রেলে প্রায় ১ লক্ষ লোক নিয়োগ করতে চলেছে কেন্দ্র। এবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে একই পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৩ হাজার পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে সূত্রের খবর পাহাড় ও জঙ্গলমহলের কথা মাথায় রেখেই মূলত এই সিন্ধান্ত গ্রহণ। রাজ্য পুলিশে ৯১০০ পদের পাশাপাশি অন্যান্য দফতরে আরো ৩৬৭৩ টি কর্মী নিয়োগ করা হবে। চারটি সরকারি ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক কলেজে ১৩২ টি পদে নিয়োগ ও শিক্ষা দফতরে ১৩৭ টি বিভিন্ন পদে নিয়োগের কথা জানা গেছে। রাজ্য পুলিশে পাঁচ হাজার তিনশো কনস্টেবল ও ৮০০ সব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে সরকার। জানা গেছে জঙ্গলমহল ও পাহাড়ি এলাকায় অশান্তি- অহিংসা রুখতে পঞ্চায়েত ভোটের আগেই গঠন করা হবে আইপিএফ এর বিশেষ ব্যাটেলিয়ন। আপনার মতামত জানান -