এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের বেসুরো সব্যসাচী, লোকসভার আগে কি আবার তৃনমূল ত্যাগ? তুঙ্গে জল্পনা!

ফের বেসুরো সব্যসাচী, লোকসভার আগে কি আবার তৃনমূল ত্যাগ? তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এক সময় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে চলে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। তবে আবার তিনি বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে ফিরে এসেছেন। বর্তমানে তিনি বিধাননগর পৌরসভার চেয়ারম্যান। তবে অতীতে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার আগে প্রথম দিকে বেসুরো হতে শুরু করেছিলেন সব্যসাচীবাবু। আর এবার ডেঙ্গি সমস্যা নিয়ে একেবারে নিজের পৌরসভার বিরুদ্ধেই সোচ্চার হতে দেখা গেল চেয়ারম্যানকে। যার ফলে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি আবার লোকসভা নির্বাচনের আগে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন এই তৃণমূল নেতা?

প্রসঙ্গত, রাজ্যে ডেঙ্গি সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক এলাকায় মানুষের মৃত্যু। কিন্তু তারপরেও পৌরসভা থেকে শুরু করে সরকারের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠছে। এদিন বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের গলায় শোনা গেল এক অন্য সুর। নিজের পৌরসভার বিরুদ্ধেই প্রশ্ন তুলে তিনি বললেন, “আসি যাই, মাইনে পাই, এই তো হয়ে গিয়েছে অবস্থা। একজন কাউন্সিলরের কর্তব্য, মেয়রকে জানানো এবং এমআইসি হেলথকে জানানো। আমি তা জানিয়েছি। এমআইসি হেলথ ডেডবডি নেওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। কিন্তু মেয়র আমার ফোন ধরেনি। পৌরসভা কি করছে, জানি না।” আর কিছুদিন আগেই তৃণমূলে এসে সব্যসাচী দত্ত কোথায় দলের ভালো ভালো কথা বলে দলের কাছে হিরো হওয়ার চেষ্টা করবেন! কিন্তু তা না করে ডেঙ্গি সমস্যার কথা তুলে ধরে একেবারে নিজের দলের পরিচালিত পৌরসভাকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন। তাহলে কি আবার বেসুরো হতে শুরু করেছে এই তৃণমূল নেতা?

অনেকে বলছেন, সমস্যা হয়েছে, তাই তিনি এই ধরনের কথা বলেছেন। এতে অন্য কোনো সমীকরণ খোঁজার কোনো বিষয় নেই। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের পাল্টা যুক্তি, সব্যসাচী দত্ত তো অতীতে দলবদল করার আগের দিন এটাও বলেছিলেন যে, তিনি তৃণমূল ছাড়ছেন না। কিন্তু তারপরেও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে সানন্দে যোগ দিতে দেখা গিয়েছে তাকে। ফলে তার এই ধরনের মন্তব্যের পর তৃণমূল কি করে নিশ্চিত হচ্ছে যে, তিনি পরবর্তীতে তৃণমূলকে আর ছুড়ি মারবেন না? হয়তো দলবদল করার পর আবার নিজের পুরনো দলে যোগ দিয়ে তিনি সেভাবে জায়গা পাচ্ছেন না। তাই কি এবার অস্বস্তি চাপা রাখতে না পেরে ডেঙ্গি সমস্যা নিয়েই নিজের পৌরসভাকে আক্রমণ শানালেন এই তৃণমূল নেতা?

পর্যবেক্ষকদের মতে, সামনেই লোকসভা নির্বাচন। বিগত বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কালে যে সমস্ত নেতারা বিজেপি ছেড়ে আবার তৃণমূলে এসেছেন, তাদের মনে কি রয়েছে, তা কেউ জানে না। অনেকে তো এটাও বলতে শুরু করেছেন যে, যারা দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তারা সকলেই মনে মনে বিজেপিতে রয়েছেন। সঠিক সময়ে আবার তৃণমূলকে জবাব দেবেন। অনেকে নাকি তৃণমূলে যোগ দিয়েছেন, শাসক দলের গোপন খবর বিজেপির কাছে পৌঁছে দেওয়ার জন্য। এমনটাও নানা মহলে মলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর তার মাঝেই ডেঙ্গি সমস্যা নিয়ে সব্যসাচী দত্তের এই মন্তব্য রীতিমতো অস্বস্তিতে ফেলে দিল ঘাসফুল শিবিরকে। যার ফলে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি লোকসভা নির্বাচনের আগে আবার তৃণমূলের জন্য বড়সড় আঘাত আসতে চলেছে? যদিও বা এই ব্যাপারে তেমন কিছুই বলেননি সব্যসাচী দত্ত। তবে ভবিষ্যৎ ডেঙ্গু সমস্যা নিয়ে তৃণমূল নেতার এই মন্তব্যকে কতদূর নিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!