এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেলেন না রক্ষাকবচ, সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি নিয়ে জোর ধাক্কা অভিষেকের!

পেলেন না রক্ষাকবচ, সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি নিয়ে জোর ধাক্কা অভিষেকের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার জেরায় তলব করা হয়েছিল তাকে। অনেক ক্ষেত্রে তদন্তের মুখোমুখিও হয়েছিলেন তিনি। কিন্তু শেষবার তাকে তলব করা হলেও তিনি উপস্থিত হননি। বরঞ্চ পঞ্চায়েত নির্বাচনের কারণ দেখিয়ে ভোট শেষ হলে তিনি উপস্থিত হবেন বলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রক্ষাকবচ পেতে সুপ্রিমকোর্টের দ্বারস্থও হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে এবার সেখানেও জোর ধাক্কা খেলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। যেখানে শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো, নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনোরুপ হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট।

সূত্রের খবর, এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে করা অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ নিয়ে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে শীর্ষ আদতের পক্ষ থেকে সেই রক্ষাকবচের আবেদনকে খারিজ করে দিয়ে জানিয়ে দেওয়া হয়, নিয়োগ দুর্নীতি মামলায় সম্পূর্ণরূপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ভূমিকা নিয়ে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশকে বলবৎ রেখেছে। স্বভাবতই পঞ্চায়েত ভোট প্রক্রিয়া চলাকালীন গণনার আগের দিন নিয়োগ দুর্নীতি নিয়ে শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধাক্কা খেলেন, তাতে তৃণমূল চরম চাপে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ।

বিশেষজ্ঞদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছিলেন, যাতে এই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে কোনোমতেই জেরা করতে না পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে তিনি রক্ষাকবচ পাওয়ার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছিলেন। কিন্তু সেখানেও প্রবল ধাক্কা খেলেন। যার ফলে এবার নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের মুখোমুখি হতেই হবে অভিষেকবাবুকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!