এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ধৃত তৃণমূল নেতার সঙ্গে এসএসকেএমে দেখা করতে গিয়ে বিফল মনোরথে ফিরতে হল অনুগামীদের

ধৃত তৃণমূল নেতার সঙ্গে এসএসকেএমে দেখা করতে গিয়ে বিফল মনোরথে ফিরতে হল অনুগামীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নারদ কান্ডে গত সোমবার অর্থাৎ 17 ই মে সকালবেলা আচম্বিতে সিবিআই বিনা নোটিশে হাজির হয়ে যায় তৃণমূলের তিন নেতার বাড়িতে। যাদের মধ্যে ছিলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় এবং অন্যজন হলেন বিধায়ক মদন মিত্র। পাশাপাশি প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ও সিবিআইয়ের হাতে একই দিনে গ্রেফতার হন।

গ্রেপ্তারের পর ওই রাতেই ধৃতদের জামিন স্থগিত হওয়ায় প্রত্যেককেই প্রেসিডেন্সি জেল হেফাজতে পাঠানো হয়। কিন্তু জেলে যাবার পর তৃণমূলের তিন নেতার মধ্যে দুই নেতা এবং প্রাক্তন তৃণমূল নেতা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে মদন মিত্র অন্যতম। উৎকন্ঠিত অনুরাগীরা অবশ্য তাঁর সঙ্গে দেখা করতে এসেও সফল হলেননা।

অসুস্থ তিনজনকেই তড়িঘড়ি সোমবার রাতেই এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শোভন চট্টোপাধ্যায় রিস্ক বন্ড সাইন করে বাড়ি ফিরে যান হাইকোর্টের তরফ থেকে গৃহবন্দী নির্দেশ পাওয়ার পর। কিন্তু এখনো পর্যন্ত মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে জনপ্রিয়তার নিরিখে মদন মিত্র যে অনেককেই টেক্কা দেন তা এককথায় বলা যায়। বর্তমানে মদন মিত্র অত্যন্ত অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে রয়েছেন। আর তার সাথে অনেকেই দেখা করতে এসেছেন যার মধ্যে তাঁর অনুগামী কিংবা অভিনেত্রী কেউই বাদ রইলেন না। যদিও হাসপাতালে এসেও কোন লাভ হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ হাসপাতাল কর্তৃপক্ষ মদন মিত্রের সঙ্গে কাউকেই দেখা করতে দেননি। প্রসঙ্গত, রবিবার মদন মিত্রের ছবি লাগানো গেঞ্জি পড়ে এসএসকেএম হাসপাতালে দেখা যায় তাঁর অনুগামীদের। মদন মিত্রের অনুগামীরা, যারা ভবানীপুর ইউনাইটেড ফোরামের সদস্য বলে জানা গিয়েছে। অন্যদিকে এসএসকেএম-এ মদন মিত্রের সাথে দেখা করতে যান বেশ কয়েকজন টেলি অভিনেত্রী। তাঁরাও হাসপাতাল থেকে ঘন্টা তিনেক পরে বেরিয়ে এসে জানান, মদন মিত্রের সঙ্গে তাঁদের দেখা হয়নি।

প্রসঙ্গত জানা গেছে, মদন মিত্রের স্ত্রী করোনা আক্রান্ত ছিলেন যখন মদন মিত্রকে তাঁর বাড়িতে গ্রেপ্তারের জন্য পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই কর্তারা। জেলে আসার পরেই মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

এর পরেই তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে জানা গিয়েছে, মদন মিত্রের গলায় একটি টিউমার পাওয়া গিয়েছে। এই নিয়ে চিকিৎসকরা অত্যন্ত চিন্তিত। মেডিক্যাল বোরড গঠন করে মদন মিত্রের শারিরীক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!