এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় এবার ময়দানে একযোগে অভিনেতা ও ক্রিকেটার, কী হতে চলেছে?

করোনা মোকাবিলায় এবার ময়দানে একযোগে অভিনেতা ও ক্রিকেটার, কী হতে চলেছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রামিতর সংখ্যা যেভাবে বাড়ছে দেশজুড়ে, ঠিক সেভাবেই অক্সিজেন, হাসপাতাল এবং ওষুধের অভাব আরও প্রবল হচ্ছে। এই সময়ে দেশের বিশিষ্টজনেরা সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই বাংলাতেও এরকমই ছবি দেখা যাচ্ছে। এক্ষেত্রে নাম আসে টলিউডের প্রখ্যাত অভিনেতা দেবের। যিনি বিভিন্ন সময়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সম্প্রতি অভিনেতা এবং সাংসদ দীপক অধিকারী ওরফে দেব তাঁর সংসদ এলাকায় একটি কমিউনিটি কিচেন চালু করেছেন। একইভাবে কলকাতাতেও বিনামূল্যে করোনা রোগীদের খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন তিনি।

আর এবার শোনা যাচ্ছে অভিনেতা দেবের সাথে হাত মেলাতে চলেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে সৌরভ এবং দেব একযোগে করোনা রোগীদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। দেবের তরফ থেকে জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলীর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। যথারীতি এই প্রস্তাব এক বাক্যে মেনে নেন অভিনেতা দেব। এবং শহর থেকে জেলায় করোনা রোগীদের এবার থেকে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত বছর থেকেই সাংসদ দেব অত্যন্ত সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। তিন জেলায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে এনেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি বিদেশে আটকে পড়া পড়ুয়াদেরও ঘরে ফিরিয়ে এনেছেন তিনি। গত বছরেও সাংসদদের নিজের সাংসদীয় কেন্দ্র ঘাটালে কমিউনিটি কিচেন চালু করেছিলেন দেব। এছাড়া ডেবরায় নিজের অফিসকে অস্থায়ীভাবে আইসোলেশন সেন্টারে পরিণত করেছিলেন যা অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে। পরবর্তীতে অন্যদিকে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায় এবং ঋদ্ধি সেনের উদ্যোগে একটি কোভিড সেফ হোমের সাহায্যার্থে সৌরভ গাঙ্গুলীর পক্ষ থেকে একটি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলী প্রায় 49 টি কনসেনট্রেটর পৌঁছে দিয়েছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে সমাজের বিশিষ্টজনেরা মনে করছেন, দেব এবং সৌরভ গাঙ্গুলীর মতন মানুষ যদি একযোগে করোনা পরিস্থিতিতে মোকাবিলার জন্য কাজ শুরু করেন, তাহলে সাধারণ মানুষের জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!