এবার ডেঙ্গুতে আক্রান্ত সিপিএমের পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বিশেষ খবর রাজ্য November 16, 2017 ডেঙ্গু না অজানা জ্বর তা নিয়ে শাসক-বিরোধী তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। আর এনিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সবচেয়ে বেশি সরব হওয়াদের দলে একেবারে প্রথমশ্রেনীতে ছিলেন সিপিএম এর পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সূত্রের খবর অনুযায়ী, এবার সেই রোগে আক্রান্ত হলেন তিনি নিজেই। তাঁর নিজের বাড়িতেই তাঁর চিকিত্সা চলছে বলে জানা গিয়েছে। বামফ্রন্টের তরফে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে কাবু ছিলেন সুজনবাবু। চিকিত্সকের পরামর্শে বুধবার রক্ত পরীক্ষা করাতেই সামনে এল ডেঙ্গুর পজিটিভ রিপোর্ট। ফলে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন তিনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, রক্তে প্লেটলেটের সংখ্যা দ্রুত নামছে, ফলে চিকিৎসকরা আর কোনো ঝুঁকি নিতে চান না। হয়তো আজ বিকালের দিকেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হবে। আপনার মতামত জানান -