কি কারণে নারদ তদন্তে এখনো হল না মুকুল রায়ের ভিডিওগ্রাফি? কি বলছে সিবিআই? বিশেষ খবর রাজ্য November 16, 2017 নারদ মামলায় নাম জড়িয়েছিল তৃণমূলের শীর্ষস্থানীয় তাবড় তাবড় নেতানেত্রীর। নারদ কাণ্ডের অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআই তাদের তদন্তকারী অফিসারদের দিয়ে নারদ কাণ্ডে অভিযুক্তদের বাড়ি ও অফিসে গিয়ে ভিডিওগ্রাফি করেছিলেন একেবারে ম্যাথুর আদলে। নরাদকাণ্ডে ১৩ জন অভিযুক্তর মধ্যে শুধু মুকুল রায় ও পুলিশ অফিসার এসএমএইচ মির্জার ভিডিওগ্রাফি করা হয়নি। বাকিদের সবার করা হয়েছে এবং সবার দুই রকমের ভিডিওই চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরিতে প্ররিক্ষার জন্য পাঠায় সিবিআই। কিন্তু কেন ভিডিওগ্রাফি করা হলো না মুকুল রায়ের আর মির্জার তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এই নিয়ে অবশ্য তদন্তকারীদের মন্তব্য মুকুল রায়ের ভবানীপুরের ফ্ল্যাটে গিয়ে ম্যাথু তাঁকে টাকা দিয়ে এসেছিলেন। কিন্তু মুশকিল হলো এখন নাকি মুকুল বাবু ওই ফ্ল্যাটটি ছেড়ে দিয়েছেন আর এতদিন তিনি ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। তবে বাড়িওয়ালাকে বলে তিনি সেখানে ভিডিওগ্রাফির জন্য ব্যাবস্থা করে দেবেন। তদন্তকারীরা সময় মতো সেখানে যাবেন। আর মুকুলবাবুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তাঁর নির্দেশেই বর্ধমানের তত্কালীন এসপি মির্জার অফিসেও গিয়েছিলেন। যদিও মির্জা এখন বদলি হয়ে গেছেন ভিডিওগ্রাফির জন্য স্বরাষ্ট্র দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছে অনুমতি মিললেই তারা কাজ শুরু করবেন বলে জানা গেছে। আপনার মতামত জানান -