এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বামেদের পথেই বিজেপি, বড় কর্মসূচিতে রাজপথ কাঁপালেন গেরুয়া নেতারা !

বামেদের পথেই বিজেপি, বড় কর্মসূচিতে রাজপথ কাঁপালেন গেরুয়া নেতারা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বামেদের ভোট বিজেপিতে যাওয়ার কারণেই রাজ্যে বিজেপি বিরোধী শক্তি হয়েছে বলে দাবি করেন একাংশ। কিন্তু শুধুমাত্র ভোট গিয়েছে বামেদের, নাকি আচার আচরণ থেকে শুরু করে রাজনৈতিক রণকৌশল সবকিছুই এখন বিজেপির মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে! ইতিমধ্যেই এই প্রশ্ন প্রাসঙ্গিক হতে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে। বামেদের যখন রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রভাব ছিল, তখন থেকেই দুর্যোগ থেকে শুরু করে নানা বিপদে-আপদে কর্মীদের জন্য কৌটো নিয়ে রাস্তায় ত্রাণ তহবিল সংগ্রহ করতে নামতে দেখা যেত সিপিএম নেতাদের।

পরবর্তীতে রাজ্য বিধানসভায় বামেরা শূন্য হয়ে যাওয়ার পর এইরকম কর্মসূচি তাদের আর করতে দেখা যায়নি। কিন্তু এবার সেই বামেদের কৌটো নিয়ে রাস্তায় নামার কর্মসূচিই করতে দেখা গেল বিজেপি নেতাদের। যেখানে 2021 এর বিধানসভা নির্বাচনের পর যে সমস্ত কর্মীরা প্রাণ হারিয়েছেন, তাদের পাশে দাঁড়াতে বিজেপির রাজ্য স্তরের সমস্ত নেতা নেত্রীরা কলকাতার রাজপথে কৌটো নিয়ে অর্থ সংগ্রহ অভিযানে নেমে পড়লেন।

সূত্রের খবর, বুধবার বিজেপি নেতাদের কলকাতার রাজপথে কৌটো নিয়ে অর্থ সংগ্রহ অভিযানে নামতে দেখা যায়। গেরুয়া শিবিরের দাবি, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে তাদের প্রচুর কর্মী শহীদ হয়েছেন। তাই সেই সমস্ত শহীদ পরিবারের পাশে থাকতেই মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন তারা। কিন্তু একসময় তো এই স্ট্র্যাটেজি পালন করতে দেখা যেত বাম নেতাদের! তাহলে কি সেই একই স্ট্র্যাটেজি নকল করতে শুরু করেছেন বিজেপি নেতারা!

গেরুয়া শিবিরের একাংশের দাবি, তেমন কিছুই নয়। নিহত কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর একমাত্র লক্ষ্য। একদিকে রাজ্যের সন্ত্রাসের ফলে কত মানুষ বলি হয়েছেন, তা যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে, ঠিক তেমনই অর্থ সংগ্রহ করে তা শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে, সেই কারণেই এই কর্মসূচি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!