প্রথমবার স্কুটি চালিয়ে কি প্রতিক্রিয়া মমতার, জেনে নিন কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য February 26, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার হাজরা থেকে নবান্নে যাওয়ার সময় স্কুটিতেই সওয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সময়ে চালকের আসনে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পেছনের আসনে বসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মূলত কেন্দ্রের পক্ষ থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি বলে জানা যায়। তবে নবান্নে যাওয়ার সময় পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকলেও, সেই নবান্ন থেকে বেরিয়ে আসার সময় চালকের আসনে বসে স্কুটি চালাতে দেখা গেল তাকে। প্রথম প্রথম একটু বেসামাল হলেও, পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা তার স্কুটির হাতল ধরে নিলে, ধীরে ধীরে সাহায্য নিয়ে সেই স্কুটি চালাতে চালাতে কালীঘাটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথমবার স্কুটি চালিয়েই রীতিমত উজ্জীবিত তৃণমূল নেত্রী। জানা গেছে, এদিন নবান্ন থেকে ফেরার সময় হুগলি ব্রিজের ওঠার মুখ পর্যন্ত স্কুটি চালান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেই স্কুটি চালাতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। পরবর্তীতে হরিশ মুখার্জি রোডে গিয়ে আবার সেই স্কুটি চালান মুখ্যমন্ত্রী। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর সবশেষে এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “পেট্রোল, ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নীরব প্রতিবাদ করলাম। আমি কিন্তু প্রথম দিন চালালাম। এখন তো খুব সহজ। যে কোনো জায়গায় চলে যাব একা একা। কে কখন খুজে বেড়াবে, আমায় ধরবে, তার ঠিক নেই।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝিয়ে দিলেন, তিনি প্রথমবার স্কুটি চালালেও গোটা বিষয়টি তার রপ্ত হয়ে গিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তিনি এই রকম প্রতিবাদ করলেও, তার যে স্কুটি চালানোর শেখার কাজটি অত্যন্ত সহজ হয়ে গেল, তা বলাই যায়। বলা বাহুল্য, প্রায় সকলেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গাড়িতে করেই যাতায়াত করেন। দুই চাকার যানে তিনি কোনোভাবেই অভ্যস্ত নন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার প্রতিবাদ করে চালকের আসনে ফিরহাদ হাকিমকে বসিয়ে পেছনে বসে স্কুটিতে করে নবান্নে চলে যান। তবে নবান্ন থেকে বের হওয়ার সময় নিজের হাতেই স্কুটির ব্যাটন নিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর বাড়ি পর্যন্ত স্কুটি করে আসার পর তিনি নিজে যে এই স্কুটি চালানোর ব্যাপারটি রপ্ত করে নিয়েছেন, তা জানিয়ে দেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে একদিকে কেন্দ্রের বিরুদ্ধে নীরব প্রতিবাদ এবং অন্যদিকে দুই চাকার যানে অনেকটাই স্বচ্ছন্দ্য হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মতামত জানান -