এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কখনো ধমক, কখনো নির্দেশ! ঐক্যবদ্ধ তৃণমূল গড়ে তুলতে সরাসরি আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কখনো ধমক, কখনো নির্দেশ! ঐক্যবদ্ধ তৃণমূল গড়ে তুলতে সরাসরি আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফল খুব একটা ভালো হয়নি। একটি আসনও উত্তরবঙ্গ থেকে দখল করতে পারেনি শাসক দল। তবে বিধানসভা নির্বাচনে যাতে সেই উত্তরবঙ্গে ভালো ফল করা যায়, তার জন্য এখন থেকেই তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই উত্তরবঙ্গ পা রেখে একাধিক জেলা নেতাদের নিয়ে বৈঠক শুরু করে দিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিন্দুমাত্র সময় নষ্ট না করে দার্জিলিং জেলা কমিটি গঠনের ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে ধমক দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই অভিষেকবাবুর এই ধরনের পদক্ষেপ এবং নরমে-গরমে নেতাদের বার্তা থেকে শুরু করে নির্দেশ দেওয়া, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে উত্তরবঙ্গের রাজনৈতিক মানচিত্রে। সূত্রের খবর, সোমবার দুপুরে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরায় নামেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই শিলিগুড়ির একটি হোটেলে চলে যান তিনি। এরপরই বিকাল 4:45 এর সময় উত্তরকন্যার কন্যাশ্রী ভবনে শিলিগুড়ির নেতাদের নিয়ে চারটি মিটিং করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।

জানা গেছে, প্রথমে মিটিংয়ে দলের জেলা সভাপতি, মন্ত্রী, দলীয় মুখপাত্র ছাড়াও ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের নেতারা ছিলেন। প্রায় এক ঘন্টা ধরে সেই মিটিংয়ে অভিষেকবাবুকে বেশ কিছু প্রস্তাব দেন দলের জেলা সভাপতি এবং রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। শ্রমিকদের সমস্যা থেকে শুরু করে স্বাস্থ্যসাথী প্রকল্প, বিভিন্ন বিষয়ে নানা কথা উঠে আসে। আর এরপরই সেই বৈঠকে নেতাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এখন থেকে আর গা ঢিলেমি করে চললে হবে না। সামনে নির্বাচন। তাই সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, উত্তরবঙ্গে যত দিন যাচ্ছে, ততই বিজেপি তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলের ভাঙ্গন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে এসে দার্জিলিং জেলাকে নিয়ে সাংগঠনিক বৈঠক করে রীতিমত সংগঠনকে জোরদার করার নির্দেশ দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব দূরীভূত করার জন্য বেশ কিছু বার্তা দিতে দেখা গেল তাকে।

পাশাপাশি দলীয় কর্মসূচির মধ্য দিয়ে এখন মানুষের সঙ্গে জনসংযোগই যে তৃণমূল কংগ্রেসের প্রধান রাস্তা, তাও বুঝিয়ে দিলেন অভিষেকবাবু। স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে দলীয় নেতাদের উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশ যে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির নির্দেশকে মান্যতা দিয়ে জেলা নেতৃত্ব তা কতটা পালন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!