এখন পড়ছেন
হোম > জাতীয় > এবিপি নিউজের জনমত সমীক্ষা: বাংলায় ‘মমতা-ম্যাজিকে’ কাবু হবে বিজেপি

এবিপি নিউজের জনমত সমীক্ষা: বাংলায় ‘মমতা-ম্যাজিকে’ কাবু হবে বিজেপি

২০১৪ লোকসভা নির্বাচনে এক লড়ে পশ্চিমবঙ্গ থেকে ২ টি লোকসভা আসন ছিনিয়ে নেয় বিজেপি। কিছুদিন আগেই রিপাবলিক টিভি তাদের জনমত সমীক্ষায় জানিয়েছে এই মুহূর্তে ভোট হলে বিজেপি পশ্চিমবঙ্গে অন্তত ১২ টি আসন জেতার মত জায়গায় চলে গেছে। এমনকি বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, বাংলায় এই মুহূর্তে সংগঠনের যা অবস্থা তাতে আগামী লোকসভা নির্বাচনে অন্তত ৭-৮ টি জেতার মত জায়গায় আছে তারা। কিন্তু সম্পূর্ণ অন্যকথা বলছে এবিপি নিউজ-লোকনীতি এবং সিএসডিএস এর জনমত সমীক্ষা। তাদের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে নির্বাচন হলে বাংলায় ফল মোটেই ভাল হবে না বিজেপির, রাজ্যের শাসকদল নেত্রী মমতা বান্দ্যেপাধ্যায়ের ‘ম্যাজিকে’ সম্পূর্ণ পর্যদুস্ত হবে তারা।

এবিপি নিউজের সমীক্ষায় দাবি গত বছর মে মাসে যে সমীক্ষা করা হয়েছিল তার প্রায় দ্বিগুন লোকের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে গতবারে বাংলা থেকে ১৩% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন, কিন্তু এবারে তা বেড়ে হয়েছে ২৯%, শুধু তাই নয়, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তাও তুমুল বৃদ্ধি পেয়েছে গত ৮ মাসে। বর্তমানে প্রায় ৪২% মানুষ রাজ্যের শাসকদল হিসাবে তৃণমূল কংগ্রেসকে পছন্দ করছে, যা আগের সমীক্ষায় ছিল ৩৭%, অন্যদিকে বিজেপির জনপ্রিয়তা আগের সমীক্ষা টি প্রায় ৬% কমেছে, বর্তমানে রাজ্যের ২৩% মানুষ বিজেপিকে ভোট দিতে চান বলে দাবি ওই সমীক্ষায়। তবে সবথেকে অবাক করা তথ্য প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা হ্রাস, আগের সমীক্ষায় যেখানে ৪২% মানুষ তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন, কিন্তু এই সমীক্ষায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও পিছনে, মাত্র ২৬% মানুষ তাঁকে আবার প্রধানমন্ত্রীর আসনে দেখতে চান। অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান ৭% মানুষ, আগের সমীক্ষায় ছিল মাত্র ২%। প্রাপ্ত ভোটার দিক থেকে সামান্য উন্নতি করেছে বামফ্রন্ট, ১৯% থেকে তাদের ভোট বেড়ে হয়েছে ২০%, অন্যদিকে প্রায় অসাধ্যসাধন করতে চলেছে কংগ্রেস। তাদের ভোট ২% থেকে বেড়ে হয়েছে ১১%। সবমিলিয়ে এবিপি নিউজের সমীক্ষা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ভরাডুবিরই ইঙ্গিত দিচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!