এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক-কাঁটা – মিটেও মিটছে না জেডিএস-কংগ্রেস মন্ত্রীত্ত্ব ভাগাভাগি

কর্ণাটক-কাঁটা – মিটেও মিটছে না জেডিএস-কংগ্রেস মন্ত্রীত্ত্ব ভাগাভাগি


কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের প্রায় সপ্তাহ খানেক পরে এদিন ছিলো মন্ত্রীসভায় দফতর বণ্টন। জানা যাচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর হাতে রয়েছে অর্থ-সহ ১১টি দফতরের দায়িত্ব। অন্যদিকে কংগ্রেস দলের উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরমের হাতে রয়েছে স্বরাষ্ট্র-সহ তিনটি দফতর। কংগ্রেস-জেডি (এস) সরকার গঠনের মূল কারিগর ডি কে শিবকুমার পেয়েছেন সেচ এবং মেডিক্যাল শিক্ষা দফতরের দায়িত্ব। মুখ্যমন্ত্রী  ২৫ জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করার সময়ে বেশ কয়েকটি দফতরের ও বন্টন করেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আবার মন্ত্রীসভায় দায়িত্ব না পেয়ে বেশ কয়েকজন বিধায়ক বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের অভিযোগ মন্ত্রী পদ বন্টনের ক্ষেত্রে দলের তরফে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। শাসক জোটের সূত্রে জানা গিয়েছে বিক্ষুব্ধদের সন্তুষ্ট করতে নির্দিষ্ট সময় অন্তর মন্ত্রী বদলের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে এই ধরণের পদক্ষেপ বাস্তবে কতটা ফলপ্রসু হবে সেই বিষয়ে কংগ্রেস মহলে যথেষ্ট সংশয় রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা এম বি পাটিলের সাথে বৈঠক করেন। বৈঠকের  পরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, ”পাটিল নিজেকে বঞ্চিত মনে করছেন। তিনি আমায় বলেছেন, সমমনোভাবাপন্ন বিধায়কদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন। দিল্লির কংগ্রেস নেতাদের কাছে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!