এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে হঠাৎ বৈঠক প্রশান্ত কিশোরের, তবে কি সলতে পাকানো শুরু মহাজোটের?

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে হঠাৎ বৈঠক প্রশান্ত কিশোরের, তবে কি সলতে পাকানো শুরু মহাজোটের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যে শরদ পাওয়ার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। আর গতকাল তিনি বৈঠক করলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে। আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হবার সম্ভাবনা এই বৈঠকে। বৈঠকে সোনিয়া গান্ধী যোগদান করেছিলেন ভার্চুয়াল ভাবে। কিছু রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হলেও, আগামী লোকসভা নির্বাচনের উদ্দেশ্যে মহাজোটের সলতে পাকাতেই এই বৈঠকের আয়োজন বলে মনে করছে রাজনৈতিক মহল।

গতকাল দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে এই বৈঠক চলে। পাঞ্জাব, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে ঘিরে বৈঠকে আলোচনা চলে। বৈঠকে যোগদান করেছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভার্চুয়াল ভাবে সোনিয়া গান্ধীও বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশ, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হলেও অনেকেই মনে করছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ২০২৪ সালের লোকসভা নির্বাচন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর লোকসভা নির্বাচনে বিরোধীদের মূল শক্তি যে কংগ্রেস, তা অস্বীকার করার উপায় নেই। কারণ, কংগ্রেসের মতো সর্বভারতীয় দল মহাজোটে যোগদান না করলে, বিজেপির সঙ্গে লড়াই করা বিরোধীদের পক্ষে কঠিন হয়ে উঠবে, তা অস্বীকার করার উপায় নেই। অনেকেই স্বীকার করেছেন যে, কংগ্রেসকে বাদ দিয়ে দেশজুড়ে বিজেপিকে রোধ করতে সমর্থ হবে না অন্যান্য দলগুলি। তাই কংগ্রেসকে মহাজোটে সামিল করে বিরোধীদের জোট বদ্ধ করার পরিকল্পনা করতে পারেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আবার, কংগ্রেস নেতা নভজ্যোত্‍ সিং সিধুকে নিয়ে দলে চলছে সমস্যা। এ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা চলে। আবার, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির সঙ্গে জোটবদ্ধ না হয়ে উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা চলে। অনেকে মনে করছেন, আগামী লোকসভা নির্বাচনের রণকৌশন স্থির করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের সাহায্য নিয়েও জয়লাভ করতে পারেনি কংগ্রেস। এর পর থেকেই রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের তেমন যোগাযোগ ছিল না। কিন্তু, এরপর গতকালের তাঁদের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। যা থেকে মহাজোটের সলতে পাকানোর কাজ শুরু হলো বলে, ধারণা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!