এখন পড়ছেন
হোম > জাতীয় > কোরোনার মধ্যেও অমানবিক ব্যবসা, ২ হাজার লিটার নকল স্যানিটাইজার বাজেয়াপ্ত কেরলে

কোরোনার মধ্যেও অমানবিক ব্যবসা, ২ হাজার লিটার নকল স্যানিটাইজার বাজেয়াপ্ত কেরলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাড়ির বাইরে নোংরা হাতে খাবার যাতে স্পর্শ করতে না হয়, তাই হ্যান্ড স্যানিটাইজারের আবিষ্কার মানুষের কাছে নতুন সুবিধে এনে দিয়েছিল। সেখানে করোনা ভাইরাসের কথা জানার পর সেই স্যানিটাইজারের ব্যবহারই সর্বাধিক জনপ্রিয়তা পায়। বস্তুত, করোনা ভাইরাসের কথা জানার পর থেকেই যে যে নির্দেশিকাগুলো করনা সতর্কতা হিসেবে সরকারের তরফে জানানো হয়েছিল তাদের মধ্যে থেকে মাস্ক পরা আর কিছুক্ষণ অন্তর অন্তর হাত ধোয়া জরুরি বলেই জানান হয়েছিল।

আর বাইরে থাকাকালীন হাত ধোয়ার চেয়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাই মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। সেখানে স্যানিটাইজার সংস্থাগুলোও সেই সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগায়। তবে মানুষের সেই ভরসাযোগ্য স্যানিটাইজার যদি নকল হয়? ভাবতেই ভয় লাগে তাই না! কারণ যেখানে করোনা ভাইরাসের সংক্রমণ মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করেছে সেখানে স্যানিটাইজার মানুষের কাছে সবচেয়ে ভরসার জায়গা ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, কেরালার রাজ্য ওষুধ নিয়ন্ত্রণ অধিদফতর বৃহস্পতিবার নেডুম্বাসেরিতে একটি উত্পাদনকারী সংস্থা থেকে ২ হাজার লিটার নকল স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছে। যায় বর্তমান বাজার দর ৫০ লক্ষ ডলার। সেই জাল স্যানিটাইজারটি নাকি ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছিল বলেও জানা গেছে। শুধু তাই নয়, এই ঘটনা ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের পর থেকেই চলছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় ড্রাগস কন্ট্রোলার ডিপার্টমেন্টের একটি অভিযানে যেটি প্রকাশ্যে এসেছে।

এই অভিযানে ড্রাগস কন্ট্রোলার বিভাগের গোয়েন্দা শাখার ড্রাগস ইন্সপেক্টর, আঞ্চলিক ড্রাগ এবং ড্রাগস ইন্সপেক্টর অন্তর্ভুক্ত ছিলেন বলে জানা গেছে। একটি সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে অবৈধ উৎপাদনকারী এই সংস্থা থেকে ৫ লক্ষ টাকার জাল স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁদের কথায়, আবগারি দফতর প্রথমে এই বিষয়ে তথ্য পেয়েছিল। নেদুম্বাসেরির বাসিন্দা রাজু নামের এক ব্যক্তির বাড়ি থেকে এই নকল স্যানিটাইজার বাজেয়াপ্ত করার পর তারা বাড়িটিকে সিল করে দিয়েছেন বলেও জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!