এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রকে চাপে ফেলে বৃহত্তর পরিকল্পনা মমতার ! কারণ জানলে চমকে যাবেন !

কেন্দ্রকে চাপে ফেলে বৃহত্তর পরিকল্পনা মমতার ! কারণ জানলে চমকে যাবেন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সামনে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট  করে  গ্রামীন আর্থ সামাজিক উন্নয়নে জোর দিয়েছে রাজ্য সরকার । ১০০ দিনের প্রকল্প, আবাস যোজনার গৃহ নির্মাণ, সড়ক যোজনার ওপর গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার যার জন্য ইতিমধ্যে জেলায় উন্নয়নের কাজ খতিয়ে দেখতে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রীমো ।   ৩০ ও ৩১ মে  রয়েছে পুরুলিয়া জেলা সফর  তবে আবহাওয়ার দুর্যোগের কারণে রবিবার বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সেখানে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করে বলেন, “একশো দিনের কাজে দেশের মধ্যে বাংলা প্রথম। আবাস যোজনায় প্রথম। সড়ক যোজনায় প্রথম। অথচ গত ডিসেম্বর মাস থেকে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। ৯৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছিল। এখন ১০০ দিনের কাজের ৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে।”

 সূত্রের খবর এদিন তিনি কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে দলের সমস্ত সেলের কর্মীদের বিভিন্ন  ওয়ার্ডে, গ্রামে, শহরে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা কেন মানুষ পাচ্ছে না। বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও। এই শ্লোগানকে সামনে রেখে আগামী ৫ ও ৬ জুন প্রতিবাদ মিছিল হবে সমস্ত ব্লক স্তরে।”  এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন  “১০০ দিনের কাজের টাকা মেটানো উচিত। আবাস যোজনার টার্গেট করা উচিত। তা না হলে আগামীদিনে কলকাতা থেকে দিল্লি সর্বত্র আন্দোলন হবে।” সব মিলিয়ে আগামী দিনে পরিস্থিতি কোন দিয়ে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!