এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবারও লকডাউন চীনে, বিগত পাঁচ মাসের সর্বাধিক সংক্রমণ, উদ্বেগে ভারতও

আবারও লকডাউন চীনে, বিগত পাঁচ মাসের সর্বাধিক সংক্রমণ, উদ্বেগে ভারতও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে পৃথিবীর বিভিন্ন দেশে। ব্রিটেনে সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই নতুন ধারার কোরোনা। ব্রিটেনের তরফে জানানো হয়েছে, এই নতুন স্ট্রেন ৭০% বেশি সংক্রমক। এছাড়াও নতুন আরো ভয়ঙ্কর ধারার কোরোনা এর খোঁজ মিলেছে দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া তে। স্বভাবাতই নতুন করে দানা বাঁধছে আতঙ্ক।

কোরোনার আতুরঘর চিনেও আতঙ্ক সৃষ্টি করেছে কোরোনা তার নতুন স্ট্রেন নিয়ে। কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝে চিনেও পাওয়া গেছে কোরোনা ভাইরাসের অতি সংক্রমক নতুন স্ট্রেনের হদিশ। চীন ব্রিটেনের সাথে বিমান সংযোগ বন্ধ করেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে। গত সপ্তাহেই চীনের রাজধানী বেজিং এ, নতুন করে ছড়িয়েছে কোরোনা আতঙ্ক।

সেখানে নতুন করে কোরোনা আক্রমণ শুরু হওয়ায় বেশ কিছু জায়গায় আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। জুন, জুলাই মাসের পর এই প্রথম সেখানে লকডাউনের পদক্ষেপ নেওয়া হলো। এবারে চীনের হেবেই প্রদেশের শিজিয়াযহুয়াং শহরে করা হলো লকডাউন। ১ কোটি ১০ লক্ষ মানুষের বাস শিজিয়াযহুয়াং এ লকডাউন ঘোষণা হয়েছে, সেখানে কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বুধবার চীনে নতুন করে ৬৩ টি করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে। দৈনিক সংক্রমণের নিরিখে চীনে জুলাই মাসের পর থেকে বিগত পাঁচ মাসে এই সংখ্যাটি সর্বোচ্চ। এরপরই চীনের হেবেই প্রদেশের শিজিয়াযহুয়াং শহর লকডাউন করা হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সেই শহরে গণহারে কাভিড ১৯ পরীক্ষা শুরু হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, চীন তাদের কোরোনা ভাইরাসের বিরুদ্ধে তৈরি টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে শিনোফর্মকে। চীন নিজের দেশের তৈরি ভ্যাকসিনকেই প্রথম অনুমোদন দিলো ব্যবহারের জন্য। শিনোফার্মের ভ্যাকসিন ৭৯% কার্যকর কভিদের বিরুদ্ধে সুরক্ষা দিতে, এমনটাই জানা গেছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল এর পর। ইতিম্যেই, আরবে এই মাসের শুরুর দিকেই শিনফর্মের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।আর এখবর সামনে আসতেই চিন্তা বাড়ছে ভারতেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!