এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে চরম বিপাকে মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট মন্ত্রী, “সবে তো শুরু” পাল্টা বিজেপি!

ভোটের মুখে চরম বিপাকে মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট মন্ত্রী, “সবে তো শুরু” পাল্টা বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিভিন্ন সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, তার সরকার নাকি প্রচুর উন্নয়ন করে দিয়েছেন। কিন্তু বাস্তবে উন্নয়নের কি করুন পরিস্থিতি, তা উপলব্ধি করতে পারছেন একমাত্র সাধারণ মানুষ। একেই প্রবল গরম, তার মধ্যে জল সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। আর নির্বাচনের মধ্যে মন্ত্রীকে সামনে পেয়ে একেবারে বিক্ষোভ দেখালেন পাটুলিয়া গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষরা। যার ফলে ভোটের প্রচার তো অনেক দূরের কথা, মানুষের সমস্যা শুনতে গিয়ে রীতিমত অস্বস্তির মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন পাটুলিয়া গ্রাম পঞ্চায়েতে যান রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেখানেই সাধারণ মানুষদের বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় তাকে। বাসিন্দাদের অভিযোগ, কল আছে, কিন্তু সেই কল দিয়ে জল পড়ে না। পাশাপাশি যদিও বা জল আসে, তাহলে জলের গতি অত্যন্ত কম। তাই এই তীব্র দাবদাহের মধ্যে তাদের প্রচন্ড কষ্টের মুখে পড়তে হচ্ছে। আর ভোটের মুখে সাধারণ মানুষের এই বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো জেরবার বর্ষিয়ান মন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে গোটা ঘটনায় কটাক্ষ করতে শুরু করেছে বিজেপিও। তাদের দাবি, সবে তো এই বিক্ষোভ শুরু হয়েছে। আগামী দিনে সবদিক থেকেই মানুষের এই প্রতিবাদের ফল ভোট বাক্সে আছড়ে পড়বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!