এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যপালকে অ্যাটাক, সীমা লংঘনের পথে রাজ্য! “কদর্য” বলে আখ্যা বিজেপির!

রাজ্যপালকে অ্যাটাক, সীমা লংঘনের পথে রাজ্য! “কদর্য” বলে আখ্যা বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আতে ঘা লাগলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবকিছু ভুলে যায়। তারা তখন সাংবিধানিক প্রধানকেও মানতে চায় না। নির্বাচনের মধ্যেও রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ পর্যন্ত করতে হয়েছে রাজ্যপালকে। যার পাল্টা আজকে সেই রাজ্যপালকে এমন কিছু বলে আক্রমণ করলো রাজ্য, যা সব সীমা লংঘন করেছে বলেই দাবি করছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা রাজ্য সরকারের পক্ষ থেকে আক্রমণ ধেয়ে আসে। রাজ্যের পক্ষ থেকে বলা হয়, রাজ্যপাল নাকি সংবিধান বহির্ভূতভাবে কাজ করছেন। আর একদিকে রাজ্য সরকার এবং অন্যদিকে রাজভবনের মধ্যে এই চরম সংঘাত রীতিমত বিরক্ত করে তুলেছে শিক্ষাব্যবস্থাকে। ইতিমধ্যেই গোটা বিষয়ে রাজ্যের এই আক্রমণের পরিপ্রেক্ষিতে সোচ্চার হয়ে প্রতিক্রিয়া দিয়েছে ভারতীয় জনতা পার্টিও। তাদের বক্তব্য, রাজ্য সরকারের কদর্য রূপ প্রকাশ্যে চলে এসেছে।এইভাবে রাজ্যের সাংবিধানিক প্রধানকে আক্রমণ সমস্ত সীমা অতিক্রম করেছে।

একাংশ বলছেন, রাজ্যপাল অ আ ক খ শিখলেই ভালো। কিন্তু যখনই এই রাজ্যের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যপাল প্রশ্ন তুলবেন, তখনই তিনি রাজ্যের কাছে অভিযুক্ত হয়ে যান। যা ইচ্ছে তাই বলে আক্রমণ করতে দেখা যায় রাজ্য সরকারকে। এবারেও যা ভয়ঙ্কর রূপ নিয়েছে। স্বভাবতই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্য যে প্রচন্ড অস্বস্তিতে, সেই ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!