এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মোদীকে আপত্তিকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি! মাথায় হাত তৃণমূলের!

মোদীকে আপত্তিকর মন্তব্য, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি! মাথায় হাত তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো ভারতীয় জনতা পার্টি। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোচবিহারের সভা থেকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর তার প্রতিবাদে কমিশনের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। স্বাভাবিক ভাবেই একেবারে সুপ্রিমোর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কমিশনের কাছে পৌঁছে যাওয়ার কারণে কিছুটা হলে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে।

প্রসঙ্গত, গতকাল কোচবিহারের সভায় দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আপত্তিকর শব্দ প্রয়োগ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে অবশ্য “রাগ করে বেরিয়ে গিয়েছে” বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু এরপর থেকেই গোটা ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করে বিজেপি। একজন মুখ্যমন্ত্রী কেন এই ধরনের ভাষা প্রয়োগ করবেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন তারা। অবশেষে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো গেরুয়া শিবির। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় তৃণমূল যথেষ্ট অস্বস্তিতে। তবে বিজেপির এই অভিযোগের পর নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় এবং তারপর কি বলে তৃণমূল নেতৃত্ব, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!