এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > অডিও বার্তায় রাজ্যবাসীকে আবেদন, ফের খবরের শিরোনামে বুদ্ধদেব!

অডিও বার্তায় রাজ্যবাসীকে আবেদন, ফের খবরের শিরোনামে বুদ্ধদেব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে রাজনীতির আলোতে নেই তিনি। শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন শয্যাশায়ী। কিন্তু মাঝে মধ্যেই তাকে নিয়ে আলোচনা হয়। তার অভাব অনুভব করেন দলের নেতাকর্মীরা। বর্তমান পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে যখন লড়াই হবে বলে ধরে নিচ্ছেন সকলে, ঠিক তখনই নন্দীগ্রাম ইস্যু নিয়ে আলোচনার মাঝে আবার খবরের শিরোনামে চলে এসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছেন তিনি। আর এবার একটি অডিও বার্তার মধ্যে দিয়ে রাজ্য এবং কেন্দ্রের শাসকবর্গের কড়া সমালোচনা করতে দেখা গেলেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বর্তমান সময়ে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, আজ মঙ্গলবার 3 মিনিট 41 সেকেন্ডের একটি অডিও বার্তা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যেখানে তৃণমূল এবং বিজেপির সমালোচনা করে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের পক্ষে সওয়াল করতে দেখা যায় তাকে।

অডিও বার্তার প্রথমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সকলেই বুঝতে পারছি, এই রাজ্যের রাজনীতিতে এ এক সন্ধিক্ষণ। বামফ্রন্টের আমলে আমরা স্লোগান দিয়েছিলাম, কৃষি আমাদের ভিত্তি। আর শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই চিন্তা ধারা নিয়ে আমরা এগিয়েছি। বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূল সরকার রাজ্যজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। রাজ্যের অর্থনীতিতে বিপর্যয়, হতাশা, কৃষিতে সংকট, কৃষকের সংকট, কৃষিজাত দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। অন্যদিকে এই রাজ্যে শিল্প সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। নন্দীগ্রামে এখন শ্মশানে নীরবতা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই বিকল্প শক্তি হিসেবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটকে সমর্থন করার আবেদন জানান প্রবীণ এই বামপন্থী নেতা। তিনি বলেন, “বামফ্রন্ট, কংগ্রেস এবং একটি ধর্মনিরপেক্ষ দলকে ঘিরে রাজ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই নির্বাচনে সংগ্রাম করার জন্য এই মঞ্চ তৈরি হয়েছে। এই জোট রাজ্য সরকার গড়লে বিপদগ্রস্ত গণতন্ত্রকে রক্ষা করবে। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হলে পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মত ব্যক্তি যখন অডিও বার্তার মধ্যে দিয়েই কথা তুলে ধরলেন, তখন তা সংযুক্ত মোর্চাকে অনেকটাই উজ্জীবিত করতে শুরু করবে। কেননা বর্তমানে তৃণমূল এবং বিজেপির মধ্যেই প্রধান লড়াই হচ্ছে বলে ধরে নিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেদিক থেকে এই দুই দলের মধ্যে যখন বিভিন্ন বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি তৈরি হয়েছে, তখন বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে চাইছে সংযুক্ত মোর্চা।

সেদিক থেকে সিপিএমের অনেকে এই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়োজনের কথা তুলে ধরেন। আর তার মাঝেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের অডিওবার্তা তৃণমূল এবং বিজেপিকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের এই অডিও-বার্তাকে কাজে লাগিয়ে সংযুক্ত মোর্চা নিজেদের ভোটব্যাংক শক্ত করতে কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!