এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির কর্মসূচি ধার নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বামফ্রন্ট, জনগনের প্রত্যাখ্যান মেনে নিলেন সূর্য্যকান্ত

বিজেপির কর্মসূচি ধার নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বামফ্রন্ট, জনগনের প্রত্যাখ্যান মেনে নিলেন সূর্য্যকান্ত

বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্য-রাজনীতি তো বটেই এমনকি জাতীয় রাজনীতিও বিজেপির ‘জন-সম্পর্ক’ অভিযান নিয়ে বেশ আলোড়িত। আর এবার বিজেপির দেখানো পথেই জনসংযোগ স্থাপনে উদ্যোগী হলো বাম শিবির। বেশ অনেকদিন পর এদিন দলীয় মুখপত্রে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র কলম ধরলেন। “আক্রমণ বহুমুখী, গণপ্রতিরোধই একমাত্র বিকল্প” শীর্ষক এই নিবন্ধে তিনি লিখলেন, “এখনও পর্যন্ত আমরা এ রাজ্যের মানুষকে কেন এই সত্য বোঝাতে পারছি না। মানুষকে সঙ্গে না নিয়ে আমরা কোনও পরিবর্তনই আনতে পারব না।” এই স্বীকারোক্তির সাথেই নিবন্ধে সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা দলীয় কর্মীদের কাছে জনসংযোগ বৃদ্ধির জন্যে আবেদন করলেন।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাঁর মতে, “পার্টির রাজনৈতিক স্লোগান যতক্ষণ না জনগণ গ্রহণ করছে ততক্ষণ পার্টি জনগণকে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারবে না।” রাজনৈতিক মহলের মতে সূর্য্যকান্তবাবুর এদিনের লেখনী থেকে একথা স্পষ্ট যে জনগন যে আর বাম শিবিরকে আগের মতো ভরসা করেনা সে কথা বাম শিবিরের শীর্ষ নেতৃবর্গ বেশ বুঝতে পারছেন। জনসংযোগ প্রসঙ্গে তিনি বললেন, “শুধু রাজনৈতিক নেতৃত্বে হবে না, সাংগঠনিক নেতৃত্বও চাই।” দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রবীন এই বাম নেতার পরামর্শ , “তত্ত্বজ্ঞানে চলবে না তত্ত্বকে প্রয়োগ করতে হবে।” এদিন সিপিএম রাজ্য সম্পাদকের লেখনীতে একথা স্পষ্ট যে নিষ্ক্রিয় কর্মীদের দলে কোনো জায়গা নেই। তিনি লিখলেন, “যারা পার্টিতে থেকেও লড়াইয়ের ময়দানে নেই, তাঁরা পার্টিতে কেন আছেন সেই প্রশ্ন করতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!