এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্ষমতা যাবার পরেই ডাক ইডির অফিসে পুলিশের বড়কর্তার, রাজনৈতিক মহলে তীব্র জল্পনা

ক্ষমতা যাবার পরেই ডাক ইডির অফিসে পুলিশের বড়কর্তার, রাজনৈতিক মহলে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে চলা বহু চর্চিত সারদা মামলায় বেশ কিছুদিন যাবৎ যথেষ্ট চাঞ্চল্য দেখা যাচ্ছে। শাসক শিবিরের অনেকেই মনে করছেন, বাংলায় বিধানসভার নির্বাচনের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই তৎপরতা কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলীহেলনে। এই নিয়ে বিতর্ক চলছেই। সারদাকাণ্ডে দেবযানী মুখোপাধ্যায় সহ সুদীপ্ত সেন এবং শাসক দলের অনেক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছিল যাদের মধ্যে অনেকেই আবার শাসক দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন ইতিমধ্যেই। তবে দীর্ঘদিন পর আবারও রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে সারদা মামলা। আর এবার সারদা চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ।

এর আগে সারদা মামলায় প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদারকেও ডেকে পাঠানো হয়েছিল। একই মামলায় তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং বিবেক গুপ্তাকেও তলব করা হয়েছিল ইডির দপ্তরে। প্রসঙ্গত, গতকালই ভোটের মুখে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে নির্বাচন কমিশন। পদে থাকলেও নির্বাচনের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না পুলিশ কর্তা। এমনকি ভোটের সময় তিনি নিজের ক্ষমতারও ব্যবহার করতে পারবেননা বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিজেপি সহ অন্যান্য বিরোধীরা বারংবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে আসছিলেন, রাজ্যের বেশকিছু পুলিশ অফিসার সরকারের নির্দেশে কাজ করে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তাঁদেরকে নির্বাচনী কার্যকলাপ থেকে দূরে সরিয়ে রাখা যেন হয়। সেই অনুযায়ী নির্বাচন কমিশন ইতিমধ্যে বহু পুলিশ অফিসারকে এবং প্রশাসনিক আমলাদের নিষ্ক্রিয় করেছে। গতকাল সুরজিৎ কর পুরকায়স্থকে নিষ্ক্রিয় করে দিয়ে নির্বাচন কমিশন বিরোধীদের অভিযোগকে মান্যতা দিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, সারদার একাধিক অনুষ্ঠানে সুরজিৎ কর পুরকায়স্থকে উপস্থিত থাকতে দেখা গেছে। সেই সব অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ইতিমধ্যেই গোয়েন্দা অফিসারদের হাতে এসেছে।

সেই সূত্রেই সুরজিৎ কর পুরকায়স্থকে ডেকে পাঠানো হয়েছে মনে করা হচ্ছে। সারদা-কর্তা সুদীপ্ত সেনের সাথে সুরজিৎ কর পুরকায়স্থর কোন সূত্রে যোগাযোগ কিংবা তাঁদের মধ্যে কি কথা হয়েছে, তাই নিয়ে জিজ্ঞাসাবাদ চলবে বলে ধারণা। তবে নির্বাচনের মুখে এসে সুরজিৎ কর পুরকায়স্থর ক্ষমতার নিষ্ক্রিয়করণ এবং তারপরেই ইডির দপ্তরে তলব- এই দুইয়ের মধ্যে কোন যোগাযোগ আছে কিনা তাই নিয়ে হিসাব-নিকাশ চলছে রাজনৈতিক মহলে। আপাতত পরিস্থিতি কি হতে চলেছে, সেদিকে নজর রেখেছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!