এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিরোধী সাংসদদের কাজ করতে দেওয়া হচ্ছে না, মমতার বিরুদ্ধে জ্বলন্ত প্রমাণ!

বিরোধী সাংসদদের কাজ করতে দেওয়া হচ্ছে না, মমতার বিরুদ্ধে জ্বলন্ত প্রমাণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার বিজেপির বিধায়ক থেকে শুরু করে সাংসদরা অভিযোগ করে যে, তারা সাধারণ মানুষের জন্য কাজ করতে চাইলেও, তাদের সেই কাজে বাধা দেওয়া হচ্ছে। পরবর্তীতে যে সমস্ত জায়গায় বিজেপির বিধায়ক এবং সাংসদরা রয়েছে, সেখানে কাজ হয়নি বলে দেখাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এবার সেই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তার বরাদ্দ টাকা কেন মানুষের জন্য কাজ না করে আটকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। পাশাপাশি এই ব্যাপারে রাজ্য সরকারকে আক্রমণ করে টাকা আটকে রেখে সুদ খাওয়া হচ্ছে বলেও সরব হতে দেখা গেল দিলীপ ঘোষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দিলীপ ঘোষ। যেখানে তিনি লেখেন, “মেদিনীপুর-খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে সাংসদ তহবিল থেকে দেওয়া প্রায় 70 লক্ষ টাকা আটকে রাখা হয়েছে। যেই টাকা সাধারণ মানুষের সেবার জন্য ব্যয় করা উচিত, সেটা রাজনৈতিক স্বার্থে আটকে রাখার কারণ কি? একদিকে সরকার বলে নাকি টাকা নেই, তাহলে এই বরাদ্দগুলো কার নির্দেশে আটকে রাখা হচ্ছে! নাকি টাকাটা আটকে রেখে সুদ খাচ্ছে রাজ্য সরকার!”

বিজেপি বলছে, একেবারে ঠিক জায়গায় ধরেছেন দিলীপ ঘোষ। সব সময় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, বিরোধীরা রাজ্যের উন্নয়নে সহযোগিতা করে না। কিন্তু বিরোধী জনপ্রতিনিধিরা অর্থ বরাদ্দ করলেও, সেই টাকা আটকে রাখা হচ্ছে কেন, সেই প্রশ্ন করে রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে জলন্ত প্রমান দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। স্বভাবতই এই ব্যাপারে রাজ্য প্রশাসন বা শাসক দলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!