এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের দেওয়া নিরাপত্তা প্রত্যাখ্যান! বিজেপি বিধায়কের দোলাচল নিয়ে প্রশ্ন

রাজ্যের দেওয়া নিরাপত্তা প্রত্যাখ্যান! বিজেপি বিধায়কের দোলাচল নিয়ে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনের শেষ লগ্নে একটি অন্যরকম ছবি ধরা পড়ে‌। যেখানে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক সুনীল সিং এবং বিশ্বজিৎ দাস দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তারপর থেকেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় জল্পনা। তারা বিজেপিতে যোগ দিতে পারেন বলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়। আর এরপরই মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয় সেই সুনীলবাবু এবং বিশ্বজিৎবাবুর জন্য। কিন্তু ইতিমধ্যেই বিশ্বজিৎবাবু নিরাপত্তা প্রত্যাখ্যান করে দিয়েছেন।

তবে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছিল, সুনীল সিং হয়ত বা রাজ্য সরকারের দেওয়া সেই নিরাপত্তা গ্রহণ করতে পারেন। স্বাভাবিকভাবেই তার তৃণমূলে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেছিল একাংশ। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী কার্যত ফিরিয়ে দিলেন সেই সুনীল সিং। যার মধ্যে দিয়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে সুনীল সিং বলেন, “আমি সিকিউরিটি নিয়ে কি করব! আমার কাছে কেন্দ্রীয় বাহিনী আছে। সকালে নোয়াপাড়া থানা থেকে দু’জন পুলিশ কর্মী এসেছিল। আমি জানতাম না, নিরাপত্তা দেওয়া হবে।” আর সুনীলবাবুকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হলেও, তা প্রত্যাখ্যান করে দেওয়ায় তিনি কোন পথে হাঁটতে চলেছেন, তা নিয়ে তৈরি হলো জল্পনা। যেভাবে তার কাছে কেন্দ্রীয় নিরাপত্তা আছে বলে জানিয়ে দিতে দেখা গেল এই বিধায়ককে, তাতে তিনি আর সম্ভাবনা থাকলেও তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন না বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের একাংশ বলছেন, বিজেপির পক্ষ থেকে এখন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের গেরুয়া শিবিরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। যার ফলে অনেকটাই চিন্তার ভাঁজ বৃদ্ধি পেয়েছে ঘাসফুল শিবিরের। আর এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির অনেক হেভিওয়েট নেতা কর্মীদের নিজেদের দিকে আনার চেষ্টায় কোনো কসুর রাখা হচ্ছে না। সেদিক থেকে বিধানসভার অধিবেশন শেষের পর একসময় তৃণমূলে থাকা বর্তমান বিজেপি বিধায়ক সুনীল সিং এবং বিশ্বজিৎ দাসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরই জল্পনা বাড়তে শুরু করে।

আর এর পরবর্তী সময়কালে এই দুই বিধায়ককে নিরাপত্তা প্রদানের ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। সেদিক থেকে বিশ্বজিৎবাবু নিরাপত্তা প্রত্যাখ্যান করলেও, শেষ পর্যন্ত সুনীলবাবু কি করেন, তার দিকে নজর ছিল সকলেরই। তবে দিনের শেষে সেই সুনীলবাবুকেও জানিয়ে দিতে দেখা গেল, তার কাছে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা আছে। তিনি কোনোভাবেই রাজ্যের এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন না।

অর্থাৎ রাজ্যের শাসক দল বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সুনীলবাবু এবং বিশ্বজিৎবাবুকে নিরাপত্তাব্যবস্থা দেওয়া হলেও, তারা তা গ্রহণ না করে তাদের নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়ার চেষ্টা করলেন বলেই মত বিশেষজ্ঞদের। তবে তারা যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, বাস্তবে তারা কি করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!