এখন পড়ছেন
হোম > জাতীয় > “ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন” – বিস্ফোরক মেজাজে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ও হুঁশিয়ারি নাড্ডার

“ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন” – বিস্ফোরক মেজাজে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ও হুঁশিয়ারি নাড্ডার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল অনুব্রত গড় ও ছত্রধরের গড় থেকে রথ যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তারাপীঠ ও লালগড় এর সভা থেকে বারবার কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী সহ শাসকদল তৃণমূলকে। তারাপীঠের মতো গতকাল লালগড়ের সভা থেকেও একাধিক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সভাপতি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন যে, ভালো কাজ তিনি করতে পারবেন না, এবার তিনি প্রায়শ্চিত্ত করুন।

লালগড়ের সভা থেকে তোষণ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি জানালেন, জয় শ্রীরাম ধ্বনি দিলে মুখ্যমন্ত্রী রেগে যাচ্ছেন। তিনি প্রশ্ন করেছেন যে, এটা কেমন রাজ্য, যেখানে মর্যাদা পুরুষোত্তম রামের নাম নিলে মুখ্যমন্ত্রী ক্রুদ্ধ হন? তিনি অভিযোগ করেন তোষণের রাজনীতি করতে গিয়ে ওবিসি ভাইদের সংরক্ষণের সুবিধা কেড়ে নেয়া হয়েছে। এরপরই তিনি জানান যে, আর বেশিদিন নেই, এবার প্রায়শ্চিত্ত করুন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জে পি নাড্ডা জানালেন যে, মহরমের কারণে দূর্গা পূজার বিসর্জনে ছেদ টানা হয়েছিল। তিনি জানালেন যে, তোষণের কারণে দুর্গাপুজো, সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে। জে পি নাড্ডা জানালেন মহরমের অনুমতি দেওয়া প্রয়োজন। কিন্তু, পুজোয় বাধা দিয়ে তা করা উচিত নয়। তিনি জানালেন, রাম মান্দিরের যেদিন শিলান্যাস ছিল, সেদিন কারফিউ ঘোষণা করা হয়েছিল, অথচ তার ৫ দিন পূর্বে মহরমের অনুমতি দেয়া হয়েছিল রাজ্যে।

এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের প্রসঙ্গ তুলে ধরে বাংলা সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন জেপি নাড্ডা। তিনি জানালেন যে, তাঁর নামের আগে মুখ্যমন্ত্রী অলংকার জুড়ে দিয়েছিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে অপ শব্দ প্রয়োগ করেছেন। তিনি প্রশ্ন করেছেন যে, এভাবেই কি বাংলার সংস্কৃতিকে রক্ষা করছে তৃণমূল? তিনি জানালেন যে, বিজেপি ক্ষমতায় এলে ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহাপুরুষদের সংস্কৃতি আবার ফিরে আসবে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানালেন রাজ্যে পরিবর্তন আনতে মনস্থির করে ফেলেছেন রাজ্যবাসী। তিনি জানালেন অনেক হয়েছে এবার পরিবর্তন চাইছে বাংলা। তিনি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নতি চান। ফ্রেট করিডোর, রাস্তা, সামাজিক সংস্কার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার জন্য প্রধানমন্ত্রী ন্যায় করেছেন, কিন্তু অন্যায় করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই একাধিক বিস্ফোরক অভিযোগ জানালেন জেপি নাড্ডা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!