এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পেট্রোপণ্যের ব্যাপক মূল্যবৃদ্ধিতে পথে নেমে অভিনব পন্থায় প্রতিবাদ তৃণমূল বিধায়কের

পেট্রোপণ্যের ব্যাপক মূল্যবৃদ্ধিতে পথে নেমে অভিনব পন্থায় প্রতিবাদ তৃণমূল বিধায়কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোপণ্যের ব্যাপক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন তৃণমূলের বিধায়কেরা। বিভিন্ন পন্থায় প্রতিবাদ চললো তৃণমূলের। গতকাল রাজারহাট-গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি বাগুইআটির মোড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদে সামিল হলেন। রাস্তায় নৌকো নামিয়ে, তার ওপরে স্টোভ রেখে প্রতিবাদ জানালেন তিনি। আবার কাঠে উনুন জ্বালিয়েও প্রতিবাদ জানাতে দেখা গেল তৃণমূল কর্মীদের। রাস্তার ওপরে নৌকো রেখে প্রতিবাদ জানালেন বিধায়ক অদিতি মুন্সি। নৌকোর ওপরে রাখা ছিল স্টোভ। সেখানে প্রতীকী রান্না করলেন তিনি। আবার কাঠের উনুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেল তৃণমূল কর্মীদের।

এ প্রসঙ্গে বিধায়ক অদিতি মুন্সি জানালেন যে, যেভাবে জ্বালানীর দাম বেড়েছে, তাতে সাধারণ মানুষ পথে বাইক, গাড়ি নিয়ে বের হতে পারবেন না। তাই নৌকা নিয়ে তিনি প্রতিবাদ জানালেন। আবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সম্পর্কে তিনি জানালেন যে, মানুষ আবার আগে দিনে ফিরে যাবেন। যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ছে, তাতে দরিদ্র মানুষের পক্ষে প্রায় ৯০০ টাকা দিয়ে গ্যাস কেনা সম্ভব হবে না। গতকাল তাঁর সঙ্গে প্রতিবাদে অংশ গ্রহণ করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে পেট্রোল-ডিজেলের দামের ওপর সেস তুলে নিক কেন্দ্র। তাহলেই পেট্রোল-ডিজেলের দাম কমবে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্য সরকার পেট্রোপণ্যের উপর অনেকটা কর নেয়। সেই কর যদি কমিয়ে দেয়, তবে অনেকটা দাম কমে যাবে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সাইকেল নিয়ে পথে নামলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। গতকাল ব্যারাকপুরের রাস্তায় তৃণমূল কর্মীদের নিয়ে সাইকেলে চেপে প্রতিবাদ মিছিলে যোগদান করলেন তিনি। ব্যারাকপুরের চন্দনপুকুর থেকে টিটাগর পর্যন্ত এই মিছিল চলে। প্রতিবাদী ব্যানার নিয়ে মিছিল করলেন তৃণমূলের নেতাকর্মীরা। কেন্দ্র বিরোধী স্লোগান দিতে দেখা যায় তৃণমূলের নেতাকর্মীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!