এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নিয়ে রায় আজ যাই হোক, আইনি লড়াই এখানেই থেমে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ

পঞ্চায়েত নিয়ে রায় আজ যাই হোক, আইনি লড়াই এখানেই থেমে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ

আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে তিন-তিনটি মামলা আজ কলকাতা হাইকোর্টে। ফলে শাসক-বিরোধী তো বটেই আমজনতার নজরও আদালতের রায়ের দিকে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ কলকাতা হাইকোর্ট যে রায়ই দিক না কেন আইনি লড়াই এখানেই থেমে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেননা সাম্ভাব্য রায় এরকম হতে পারে –

১. নির্বাচন কমিশনের রিপোর্ট দেখে নতুন করে নির্ঘণ্ট প্রকাশের নির্দেশ
২. মনোনয়ন পর্বের সময় বর্ধিত করা এবং সেই অনুযায়ী ভোটের নির্ঘন্ট প্রকাশের নির্দেশ
৩. নির্বাচন কমিশনের রিপোর্টে খুশি হয়ে চলতি নির্ঘণ্টেই ভোট

প্রথম দুটি ক্ষেত্রে স্বভাবতই খুশি হবে বিরোধীরা, অন্যদিকে তিন নম্বর ক্ষেত্রে খুশি হবে শাসকদল। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই অপরপক্ষের অখুশি হওয়ার যথেষ্ট কারণ থাকছে। আর তাই হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে লড়াই তখন গড়াতে পারে সুপ্রিম কোর্টে। ফলে সবমিলিয়ে পঞ্চায়েতের জট আজকের কলকাতা হাইকোর্টের রায়ের পরেও যে মিটছে না তা একপ্রকার নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!