ভোটের ভিআইপি – তারকা প্রার্থীরা কে কোথায় এগিয়ে? কে কোথায় পিছিয়ে? দেখে নিন একনজরে জাতীয় বিশেষ খবর May 23, 2019 আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। সারা দেশের এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরব আপনাদের সামনে। আপাতত চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ। আর তার ভিত্তিতে সারা দেশে তারকা প্রার্থীরা কে কোথায় এগিয়ে, কে কোথায় পিছিয়ে একনজরে – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. বারাণসী – প্রথম রাউন্ডের শেষে ১১ হাজার নরেন্দ্র মোদী এগিয়ে ২. আমেঠি – স্মৃতি ইরানি এগিয়ে, রাহুল গান্ধী পিছিয়ে ৩. ওয়ানড – রাহুল গান্ধী এগিয়ে ৪. রায়বেরিলি – সোনিয়া গান্ধী এগিয়ে ৫. গান্ধীনগর – অমিত শাহ এগিয়ে ৬. ভোপাল – সাধ্বী প্রজ্ঞা এগিয়ে, দিগ্বিজয় সিং পিছিয়ে ৭. বেগুসরাই – কানহাইয়া কুমার পিছিয়ে ৮. ফতেপুরসিক্রী – রাজ বব্বর এগিয়ে আপনার মতামত জানান -