এখন পড়ছেন
হোম > অন্যান্য > ‘বয়কট চীন’ চাপের মুখে IPL-এর টাইটেল স্পন্সরশিপ থেকে সরে যেতে বাধ্য হল VIVO

‘বয়কট চীন’ চাপের মুখে IPL-এর টাইটেল স্পন্সরশিপ থেকে সরে যেতে বাধ্য হল VIVO


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের উৎপত্তির কেন্দ্রস্থল হিসেবে আমেরিকা সহ প্রায় গোটা বিশ্ব চীনের দিকে আঙ্গুলি নির্দেশ করতে শুরু করে, ঠিক তখনই লাদাখে ভারতের বিরুদ্ধে জমি বিবাদে লিপ্ত হয়ে পরে চীন। উদেশ্য ছিল বিশ্বের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করে দিয়ে নিজের শরীর থেকে সুকৌশলে করোনার দুর্গন্ধটি ধুয়ে ফেলা। এরপর গত জুন মাসে লাদাখ সীমান্তে লাল ফৌজের নিরস্র ভারতীয় সেনার উপরে নৃশংস আক্রমণ ও ২০ জন ভারতীয় সেনার হত্যা।

কিন্তু, চীন হয়তো বর্তমানের আত্মনির্ভর ভারতকে চিনতে কিছুটা ভুল করে ফেলেছিল। কারণ, তারপরেই ভারতীয় সেনার পাল্টা আক্রমণে দ্বিগুনেরও বেশি চীন সেনার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। তারপর চীনের অর্থনীতিতে ধস নামাতে চিনের দ্রব্য আমদানির উপরে নানান নিষেধাজ্ঞা জারি করে ভারত, সেই সঙ্গে টিকটক সহ 59 টি চীনা অ্যাপ পরে, আবার তাদের সহযোগী কিছু অ্যাপ ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্তিতির মধ্যে আগামী সেপ্টেম্বর মাসে এবছরের আইপিএল ম্যাচের আসরের আয়োজন করবে বলে সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে আইপিএল এর প্রধান স্পনসর থাকতো চীনা মোবাইল সংস্থা ভিভো। গত রবিবার এবছরের আইপিএল ম্যাচের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও জানিয়ে দেওয়া হয় যে চীনা মোবাইল নির্মাণ সংস্থা ভিভো কেই এবারেও আইপিএলের টাইটেল স্পনসর করা হবে। কাউন্সিলের এই ঘটনার পরেই দেশ জুড়ে শুরু হয়ে যায় বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।ভারতের সঙ্গে চীনের এমন অন্যায় করা পর চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ হতে পারে, সেখানে আইপিএল টাইটেল স্পনসরে চীন কোম্পানি ভিভো কে থাকার সুযোগ দানের বিষয়টি অনেকেই মেনে নিতে পারেনি। এমনকি আইপিএল বয়কটের দাবি পর্যন্ত উঠে আসে দেশের বিভিন্ন স্থান থেকে। অবশেষে চাপের কাছে হার স্বীকার করে নিয়ে ভিভো নিজেই আইপিএলের টাইটেল স্পনসর থেকে নিজেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত ঘোষণা করে। এভাবেই চলতি বছরের আইপিএল থেকে মুছে যাচ্ছে ভিভো র নাম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!