এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রীপদ কি হারাবেন পরেশ অধিকারী? হাইকোর্টের সুপারিশ ঘিরে তুঙ্গে জল্পনা!

মন্ত্রীপদ কি হারাবেন পরেশ অধিকারী? হাইকোর্টের সুপারিশ ঘিরে তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই ঘটনাতেও এবার আদালতের পক্ষ থেকে দেওয়া হল সিবিআই তদন্তের নির্দেশ। যেখানে রাজ্যের বর্তমান মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের নিয়োগকে কেন্দ্র করেও কার্যত কড়া পদক্ষেপ নিল আদালত। রীতিমতো সময়সীমা বেঁধে দিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল পরেশ অধিকারীকে। শুধু তাই নয়, পরেশবাবুকে যাতে তার মন্ত্রী পদ থেকেও সরিয়ে দেওয়া যায়, তার জন্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করলেন বিচারপতি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানে পরেশ অধিকারকে যাতে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া যায়, তার জন্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করেন তিনি। একাংশের মতে, পরেশ অধিকারী অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি রাজ্যের মন্ত্রী। আর সেই বিষয়কে কাজে লাগিয়েই তিনি নিজের মেয়ের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই সেই মন্ত্রী পদ থেকে পরেশ অধিকারীকে সরিয়ে দিতেই আদালতের এই সুপারিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!